Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

টেট পরীক্ষা দিতে যেতে হবে দুবাই!! আসল সত্য কি জেনে নিন

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati sangbad Digital Desk:

চলতি বছরেই হতে চলেছে রাজ্যের টেট পরীক্ষা।আগামী ১১ ই ডিসেম্বর ,রবিবার হতে চলেছে টেট পরীক্ষা।তার জন্য গত ৩০ এ নভেম্বর ই পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড।তাতেই লেখা রয়েছে পরীক্ষার সময়, দিন ও পরীক্ষার স্থান।

আর এই অ্যাডমিট কার্ড পাওয়ার পর থেকেই শুরু হয়েছে সোশাল মিডিয়া তে তুলকালাম।বিভিন্নভাবে ট্রোল করা হচ্ছে রাজ্য প্রশাসন কে।কিন্তু কেনো? 

সোশ্যাল মিডিয়া তে কিছুজনের অ্যাডমিট কার্ড এর ছবি উঠে এসেছে।আর নিমেষেই এই সমস্ত ছবিগুলি ভাইরাল ও হয়েছে।সেই সমস্ত অ্যাডমিট কার্ড এ দেখা যাচ্ছে কারোর পরীক্ষার ভেনু লেখা আছে লাহোর,পাকিস্তান।বা কারোর বাংলাদেশ ।কারোর আবার দুবাই, ইউ এ ই।এই দেখে সবার ই চক্ষু চড়কগাছ। টেট পরীক্ষা দিতে যেতে হবে নাকি পাকিস্তান,দুবাই ,বাংলাদেশ??

এই নিয়ে নেট পাড়ায় রীতিমত শোরগোল পড়ে যায়।বয়ে যায় সমালোচনার ঝড়।কিন্তু এই খবরের আসল সত্য কি?


ভাইরাল হওয়া এই সমস্ত অ্যাডমিট কার্ড গুলির মধ্যে একটির মালিক হুগলির মগরার পরীক্ষার্থী অয়ন কোলে।তার ই অ্যাডমিট কার্ড এ পরীক্ষাকেন্দ্রের জায়গায় লেখা রয়েছে দুবাই, ইউ এ ই।অয়ন এই প্রসঙ্গে জানান,"কাল দুপুর সাড়ে তিনটা নাগাদ বিষয়টি আমার চোখে পড়ে।সেখানে দেখলাম আমাক নাকি টেট দিতে দুবাই যেতে বলা হয়েছে।জানিনা এসব কারসাজি কে বা কারা করছে।তবে আসলে আমার সিট পড়েছে হুগলির ওমেন্স কলেজে।আমার পরীক্ষার তারিখ রয়েছে ১১ ই ডিসেম্বর দুপুর ১২ টা থেকে।আমি ওই সময়ে চলে যাবো।ভুয়ো তথ্য কেউ কোনোভাবে কারসাজি করে দিচ্ছে।আমি জানিনা সে কে।আমি চাইনা কোনো ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ুক।আমি এখনও কোনো আইনি পদক্ষেপ নিইনি।বিষয়টি নিয়ে এভাবে বাড়াবাড়ি হবে বুঝতে পারিনি।"আসলেই তাকে দেশের বাইরে কোথাও পরীক্ষা দিতে যেতে হচ্ছে না।তার পরীক্ষা সেন্টার পড়েছে হুগলিতে ই।

এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।তিনি বিষয়টি বিরোধী দলের ভয়ংকর চক্রান্ত হিসেবে দেখছেন।তার মতে বিরোধী দল ইচ্ছাকৃতভাবে সোশাল মিডিয়া তে ভুয়ো খবর ছড়াচ্ছে ও রাজ্য সরকারের নামে কুৎসা রটাচ্ছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি রাজ্য সোশ্যাল মিডিয়া
Related News