Flash News
Monday, September 22, 2025

মাত্র ২৩ বছরেই অনন্য নজির, পেলে-মারাদোনার রেকর্ড ভেঙে ফেললেন এমবাপে,ছুঁলেন মেসিকে

banner

journalist Name : Sampriti Gole

#Pravati sangbad Digital Desk:

বয়স মাত্র ২৩। পাঁচ বছর হল দেশের হয়ে খেলছেন তিনি। কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) আগে খেলেছেন ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ। এরমধ্যেই তিনি ভেঙে ফেলেছেন কিংবদন্তির গড়া রেকর্ড। ছুঁয়ে ফেলেছেন মহা তারকাদের। কিলিয়ান এমবাপে। 

৩-০ গোলে পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছে ফ্রান্স। 

ম্যাচে দূরপাল্লার শট থেকে দুটি চোখ ধাঁধানো গোল করেন কিলিয়ান এমবাপে।

প্রি-কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে শুধু ম্যাচের সেরা হওয়াই নয়, একইসঙ্গে দুই কিংবদন্তী পেলে ও দিয়াগো মারাদোনার রেকর্ডও ভাঙলেন ফ্রান্সের তরুণ তারকা।

পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করার পর বিশ্বকাপে কিলিয়ান এমবাপের মোট গোল সংখ্যা দাঁড়াল ৯। চারটি বিশ্বকাপে মারাদোনার মোট আটটি গোল রয়েছে।

২টি বিশ্বকার খেলা এখনও শেষ হয়নি এমবাপের। তার আগেই টপকে গেলেন মারাদোনাকে।


রবিবার কাতারের আল থামুমা স্টেডিয়ামে এমবাপে ঘটিয়ে ফেলেছেন ফরাসি বিপ্লব। তাঁর বুট থেকে আসা জোড়া গোল শুধু পোল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তা নয়, গড়েছে রেকর্ডের স্তম্ভ। চলতি বিশ্বকাপ তো বটেই, এমনকী বিশ্বকাপের সর্বকালীন কিছু নজির ছুঁয়ে ফেলেছেন এমবাপে।মাত্র ২৩ বছর বয়েসেই বিশ্বকাপে করা গোল সংখ্যায় টপকে গেছেন দিয়েগো মারাদোনা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। ছুঁয়ে ফেলেছেন তাঁর ক্লাব পিএসজি তারকা লিওনেল মেসিকে (Lionel Messi)। শনিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল করে মারাদোনাকে (Diego Maradona) টপকেছিলেন মেসি। এখন বিশ্বকাপে লিওর গোলের সংখ্যা নয়। রবিবার পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৯১ মিনিটের মাথায় তাঁর দুরন্ত শটে বল জালে জড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এমবাপের গোলের সংখ্যাও পৌঁছে যায় নয়ে।শুধু মারাদোনা-মেসি-রোনাল্ডো নন, তিনি ভেঙে ফেললেন ব্রাজিলীয় কিংবদন্তি পেলের ৬০ বছরের রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে আট গোল করার নজির এত দিন ছিল ফুটবল সম্রাটের (Pele)। তাও সেটা ছিল ২৬ বছর বয়েসে। ১৯৬৬ সালে পেলে বিশ্বকাপে তাঁর আট নম্বর গোলটি করেছিলেন তিনি। এমবাপে সেই রেকর্ড ভাঙলেন ২৩ বছর বয়সেই।এখনও এমবাপের অনেক পথ চলা বাকি। আরও বিশ্বকাপে খেলবেন তিনি। হয়তো কাতার বিশ্বকাপেই তৈরি করে ফেলবেন এমন কিছু নজির যা ইতিহাসে জ্বলজ্বল করবে। 

চলতি বিশ্বকাপে সোনার বুট কি এবার তাঁর হাতেই উঠছে? সময় উত্তর দেবে এই প্রশ্নের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল বিশ্ব আন্তর্জাতিক
Related News