Flash News
Monday, September 22, 2025

 নাকের উপর জেদি ব্ল্যাকহেডসের সমস্যা দূর করুন বাড়িতে বসেই

banner

journalist Name : Susmita Das

#Pravati sangbad Digital Desk:

অতিরিক্ত সিবামের (sebum) কারণে ত্বকের ছিদ্রপথ বন্ধ হয়ে গেলে  নাকের উপর বিরক্তিকর কালো দাগ দেখা যায়। এগুলিকেই ব্ল্যাক হেডস বলা হয়।নাকের  ওপর এই ব্ল্যাকহেডস সৌন্দর্য কমানোর পাশাপাশি মুখের চেহারা নষ্ট করে। এ থেকে পরিত্রাণ পেতে মানুষ ব্যয়বহুল বিউটি ট্রিটমেন্ট থেকে শুরু করে অনেক ধরনের রাসায়নিক পণ্যের আশ্রয় নেয়। এগুলোর  অনেক সময় ব্ল্যাকহেডস থেকে মুক্তি দিতে পারে, কিন্তু সেগুলো থেকে অনেক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তবে উপায় আছে ,কোনও পার্লার  না গিয়ে  অথবা  রাসায়নিক  পণ্যের আশ্রয় না নিয়ে ঘরে বসেই  নাকের  উপর থেকে ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে পারেন।

ঘরোয়া উপায়ে কীভাবে ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ পাবেন, জানুন…

 দুধের ব্যবহার 

আপনার প্রয়োজন মতো দুই টেবিল চামচ দুধ। এর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস নিন। এবং তাতে সামান্য পরিমাণে দানা দানা সামুদ্রিক লবণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে নিন। সামান্য ঘষে নেবেন। তাই বলে জোরে জোরে চাপ দিয়ে ঘষবেন না। এরপর ধুয়ে ফেলুন। এতে ব্ল্যাকহেডসের সমস্যা দূর হবেই।দুধে আছে এনজাইম, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান। তাই দুধ ব্ল্যাকহেডস দূর করতে খুবই কাজে দেয়। এছাড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে আপনার বলিরেখাও মলিন করে তোলে।


ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ নিন একটি পাত্রে। একটা ডিম নিলেই হবে। এর সঙ্গে মেশাতে হবে এক চা চামচ মধু। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আপনার  নাকের  ব্ল্যাকহেডসে  ওপর  এটি ভালো করে লাগিয়ে নিন। তার কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন।ডিমের সাদা অংশ ত্বকের জন্য অনেক উপকারে লাগে। এগুলি প্রোটিনে সমৃদ্ধ। ফলে ত্বককে টোনিং রাখতে এবং বলিরেখা মুক্ত ত্বককে উন্নীত করতে সহায়তা করে। ত্বককে টান টান রাখতে ও ছিদ্র কমানোর ক্ষমতা রয়েছে। ডিমের সাদা অংশ ব্যবহার করা তৈলাক্ত ত্বকের জন্য বিশেষভাবে ভাল দিক।একই সময়ে বর্তমান ব্ল্যাকহেডগুলি অপসারণ করার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে ব্ল্যাকহেডের সম্ভাবনা হ্রাস করে।

ব্রাউন সুগার এবং মধু

প্রথমে এক চামচ ব্রাউন সুগার এবং এক চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মধুতে চিনি ভালোভাবে দ্রবীভূত হয়ে গেলে এই মিশ্রণটি ব্ল্যাকহেডস-এ লাগিয়ে পাঁচ মিনিট স্ক্রাব করুন। এরপর কুসুম গরম  জল  দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন। গবেষণায় প্রমানিত হয়েছে যে, নিয়মিত ত্বকে এক্সফোলিয়েট করা ব্রণ এবং ব্ল্যাকহেডসের মতো সমস্যাগুলি প্রতিরোধ করতে পারে । একইসঙ্গে, একটি গবেষণায় পরিষ্কারভাবে বলা হয়েছে যে, চিনি ত্বককে এক্সফোলিয়েট করতে পারে।চিনি ও মধু দিয়ে তৈরি স্ক্রাব নাকের কালো দাগ দূর করতে খুব ভাল কাজ করে।

বেকিং সোডা

দুই টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে  জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এ পেস্টটি হালকা হাতে  নাকের   ওপর ম্যাসাজ করতে হবে। যখন শুকিয়ে আসবে তখন হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন।

বেকিং সোডা শুধুমাত্র বেক করার জন্য বা আপনার রেফ্রিজারেটরের গন্ধকে তাজা রাখার জন্য নয়। এর অ্যান্টিসেপটিক গুণ  ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। তার কারণে ত্বক থাকে নরম ও মসৃণ। বেকিং সোডা ত্বকের পিএইচ নিরপেক্ষ করতেও সাহায্য করে। 


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চিকিৎসা রূপচর্চা স্বাস্থ্য
Related News