Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বিশ্বকাপ ফাইনালের আগে ফ্রান্স দলে চিন্তার 'ফ্লু',‘ক্যামেল ভাইরাসে’আক্রান্ত কোচ-ফুটবলাররা!

banner

journalist Name : Sampriti Gole

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

রবিবার মাঠে নেমে ফ্রান্স কীভাবে মেসি-সহ আর্জেন্টিনাকে সামলাবে, সেসব এখন হঠাৎই গৌণ। এই মুহূর্তে ফ্রান্স শিবিরে মুখ্য ব্যাপার হল, কীভাবে ‘ক্যামেল ভাইরাস’-এর মোকাবিলা করা হবে। যার জেরে মেসিদের বিরুদ্ধে ফাইনালে নামার আগে দলের পাঁচজন ফুটবলার প্র্যাকটিসেই আসতে পারলেন না। শুধু ফুটবলার কেন, দলের কোচ দিদিয়ের দেশঁও অজানা ক্যামেল ভাইরাসের আক্রমণে। কোচ-সহ পুরো শিবির জুড়ে ফুটবলারদের জ্বর, গলা ব্যথা। ফলে মেসিদের আটকানোর পরিকল্পনা করবে কী, ফরাসি শিবিরের ডাক্তাররা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পুরো দলটা যেন রবিবার লুসেইল স্টেডিয়ামে অন্তত ভালভাবে নামানো যায়। খেলা তো পরের বিষয়।


সব কিছু ঠিক থাকলে তাদেরকে কেবল লিওনেল মেসির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতো, তবে এখন তারা তাদের নিজেদের খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়েও লড়াই শুরু করেছেন। ১৮ ডিসেম্বর রবিবার আর্জেন্টিনার সাথে ফাইনাল ম্যাচ। তার আগেই ঠাণ্ডা, জ্বর সর্দি কাশি বাসা বেঁধেছে ফ্রান্সের শিবিরে।

এই ফ্লু -র কবলে পড়েছেন আরও দুই তারকা ডিফেন্ডার। রাফায়েল ভারানে এবং ইব্রাহিমা। এর আগে, সেন্টার-ব্যাক ডেওট উপমেকানো এবং মিডফিল্ডার অ্যাড্রিয়েন রাবিওট অসুস্থতার কারণে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ খেলতে পারেননি। তার সত্ত্বেও ফ্রান্স ওদিন ম্যাচে জিতে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে, কিন্তু ওদিন ম্যাচ জিতলেও ফাইনাল ম্যাচের আগে খেলোয়াড়দের শারীরিক দুর্বলতা নিয়ে বেশ চাপে রয়েছে ফ্রান্স শিবির।
একের পর এক চোটের জন্য প্রথম দলের একাধিক ফুটবলারকে হারিয়েও শেষ পর্যন্ত দলটাকে সামলে তুলেছিলেন দেশঁ। কিন্তু শেষ পর্বে এসে জ্বরের কারণে এভাবে ফুটবলাররা অসুস্থ হয়ে পড়লে তিনি কী করবেন? সেমিফাইনাল ম্যাচের ঠিক আগে ফরাসি শিবিরের (France Football team) জ্বরে আক্রান্ত প্রথম ফুটবলারের নাম উপামেকোনা। সোম-মঙ্গল পর পর দু’দিন প্র্যাকটিসই করতে পারলেন না তিনি। ফলে মরক্কোর বিরুদ্ধে খেলার সুযোগই পেলেন না বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার। একই অবস্থা হয় জুভেন্টাসের মিডফিল্ডার রেবিয়টেরও। কিন্তু যেটা এতদিন জানা ছিল না, সেটাই এদিন প্রকাশিত হয়েছে ফরাসি শিবির থেকে। কোচ দেশঁ নাকি জ্বর থাকা অবস্থাতেই মরক্কোর বিরুদ্ধে ডাগআউটে ছিলেন। আর ম্যাচের পর এতটা অসুস্থ বোধ করেন যে, পরের দিন রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে প্র্যাকটিসেই উপস্থিত হতে পারেননি। তবে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার জন্য গতকাল প্র্যাকটিসে দেশঁকে দেখে মনে হয়নি, তাঁর কোনও সমস্যা রয়েছে। কিন্তু যে মুহূর্তে শুরুতেই প্র্যাকটিসে ভারানে আর কন্দেকে না দেখতে পেয়ে ফরাসি মিডিয়ার কপালে চিন্তার ছাপ দেখা গিয়েছিল, তা মেসিদের মোকাবিলা করার আগে সত্যিই খারাপ খবর। যদিও কিছুক্ষণ পরেই প্র্যাকটিসে চলে আসেন কন্দে। কিন্তু ভারানে আর আসেননি।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, "উপামেকানোর পরিস্থিতি তিন দিন বেশ খারাপ ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিন। কিংগসলে কোমানও অসুস্থ। আশা করছি আমরা ফাইনালে পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারব। সাবধানতা অবলম্বন করেই অসুস্থ ফুটবলারদের আলাদা রাখা হয়েছে। আশা করছি সময় হাতে থাকতেই সব ঠিক হয়ে যাবে। "
তবে যায় হোক ফুটবলারদের আচমকা এরকম শরীর খারাপ। যা বেশ চাপে ফেলেছে দলের কোচ সহ আপামর ফ্রান্স সমর্থকদের। পাশাপাশি আর্জেন্টিনার কথা বললে এটাই তাদের সব থেকে বড় খেলোয়াড় মেসির শেষ বিশ্বকাপ। তাই পরিস্থিতি যায় হোক না কেন বিশ্বকাপ জেতার জন্য পাকাপাকি ভাবে প্রস্তুত আর্জেন্টাইন ফুটবলাররা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল বিশ্ব সোশ্যাল মিডিয়া
Related News