শনিতে কলকাতায় শাহ, নবান্নে বৈঠকে যোগ দিতে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

অধুনা রাজ্য এবং কেন্দ্র সরকারের লড়াই নিয়ে সকলেই ওয়াকিবহাল। বিশেষ করে রাজ্যের পাওনা যে কেন্দ্র সরকার আটকে রেখছে এই নিয়ে একাধিকবার দিল্লির দিকে আঙুল তুলেছে ঘাসফুল শিবির। সেই সাথে রয়েছে কেন্দ্রীয় দুই সংস্থার মাত্রাতিরিক্ত তৎপরতা। তবে এবার এতো কিছুর মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্ন সূত্রে খবর, পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদ বা ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা গেরুয়া শিবিরের সেকেন্ড ইন কম্যান্ড।


তবে শুধু এ রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, সাথে থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং বিহারের উপমুখ্যমন্ত্রি তেজস্বী যাদব। মূলত পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে সমন্বয় রক্ষা, বিভিন্ন সমস্যার সমাধান এবং নিরাপত্তার বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। যদিও এই বৈঠক হওয়ার কথা ছিল গত ৫ই নভেম্বর। কিন্তু বিশেষ কারণে তা পিছিয়ে যায়। অন্যদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছে ‘এক দেশ এক উর্দি’র প্রসঙ্গ, সেই সাথে কেন্দ্রীয় সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ-র ক্ষমতা বাড়ানোর কথাও শোনা গিয়েছিল আগেই। তবে এই সমস্ত বিষয়ের ওপর আপত্তি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, আজ সেই সমস্ত বিষয়ের ওপরেও নিজের মতামত দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আলোচনা হতে পারে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনপিআর-র নিয়েও। যদিও এখনও সরকারি ভাবে কিছু জানা যায়নি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পুরসভা প্রশাসন
Related News