Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ডায়াবেটিস রোগীদের জন্য কমলা খাওয়া কতটা নিরাপদ?জেনে নিন

banner

journalist Name : Sampriti Gole

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

শীতকাল আসলেই রঙ-বেরঙের ফল ও সবজিতে ছেয়ে যায় বাজার। এর ভেতরে একটি হলো কমলা। এই ফল খেতে যেমন সুস্বাদু তেমনি এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তবে আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে কি কমলা আপনার জন্য উপকারী? চলুন জেনে নেওয়া যাক।
কমলার উপকারিতা

কমলা ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটারি ফাইবার সমৃদ্ধ, যা প্যাকেটজাত ফলের রসের তুলনায় স্বাস্থ্যের অনেক বেশি উপকারী। কমলায় থাকা ভিটামিন সি এর উপস্থিতি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, খাদ্যের ফাইবার হজম ও অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এই ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষ পুনর্জন্মে সাহায্য করে। তাজা কমলায় প্রচুর প্রাকৃতিক চিনি যেমন ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে। তাই ইনসুলিন সংবেদনশীলতায় ভুগছেন এমন কারও জন্য কি কমলা উপকারী?

মাঝারি মাপের একটি কমলায় থাকে ৬২ ক্যালরি। ৯৩ শতাংশ থাকে ভিটামিন সি, ১১ শতাংশ থাকে ফাইবার, ১০ শতাংশ থাকে ফোলেট, ৯ শতাংশ ভিটামিন বি১, কপার-পটাশিয়াম ও ক্যালসিয়াম থাকে যথাক্রমে ৭, ৫ ও ৫ শতাংশ।
ডায়াবেটিস রোগীদের এমন খাবার খেতে পরামর্শ দেওয়া হয় যাতে সুষম গ্লাইসেমিক সূচক ও ফাইবার থাকে। কমলায় থাকে ৪০ থেকে ৫০ শতাংশ ফাইবার। তাই কমলা মিষ্টি হলেও ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নয়। সোডিয়াম কম খাওয়া ও পটাশিয়ামের মাত্রা বাড়ানো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার অন্যতম শর্ত। কমলায় থাকে যথেষ্ট পটাশিয়াম যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

ডায়াবেটিস রোগীরা কীভাবে কমলা খাবেন

কমলা খাওয়ার সর্বোত্তম উপায় হলো কাঁচা খাওয়া বা কোন মিষ্টি যোগ না করে তাজা কমলার রস তৈরি করে খাওয়া। আরও বেশি উপকারিতা পেতে চাইলে কমলার রসে এক টেবিল চামচ চিয়া বীজ যোগ করুন। এটি আপনার খাবারে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের উপকারিতা যোগ করবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চিকিৎসা সোশ্যাল মিডিয়া উপায়
Related News