#PRAVATI SANGBAD DIGITAL DESK:
অনির্বাণ ভট্টাচার্যের ছবি দেখতে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দিলেন ' হাওয়া ' - র অভিনেতা। গত ২৫ শে অক্টোবর মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্যের পরিচালিত ' বল্লভপুরের রূপকথা '। প্রেম , ইতিহাস ও এক মিষ্টি ভুতের গল্প নিয়ে জমজমাট ছবি। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এই ছবিটি। শুরু থেকেই বেশ ভালো ব্যবসা করছে ছবিটি। ছোটো থেকে বড়ো যে কারোরই মন টানবে এই চলচ্চিত্রটি।
ছবিটির ৫০তম দিন পেরোতেই বাংলাদেশ থেকে এসে সেই ছবিটি দেখলেন চঞ্চল চৌধুরী। তিনি বলেছিলেন অনির্বানের পরিচালিত বল্লভপুরের রূপকথা' ছবিটি দেখবেন। আর সেই কথাই তিনি রেখেছেন। ছবির মুখ্য চরিত্রে আছেন সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও আরো অনেকে। চঞ্চল চৌধুরীর এই ছবিটি দেখতে আসায় আপ্লুত ছবির নায়ক।
এক বিশেষ সংবাদমাধ্যমকে সত্যম ভট্টাচার্য জানান , ''চঞ্চল চৌধুরীর সঙ্গে প্রথম আলাপ এভাবে। আমার পাশে বসে আমাদের ছবি দেখছেন। এই দিনটি আমার কাছে কখনও পুরনো হবে না। আমি আদ্যপান্ত একজন চঞ্চল চৌধুরী ভক্ত। অত্যন্ত অমায়িক একজন মানুষ। যা বুঝেছি, খুব আনন্দ পাচ্ছিলেন সিনেমাটা দেখার সময়ে। অনেক দৃশ্যেই নিজে বসে বসে হাসছিলেন। আমার একবারের জন্যেও মনে হয়নি যে তাঁর একঘেয়ে লাগছে বা কিছু। অনির্বাণদার খুব প্রশংসা করে তিনি বলেছেন, '' এত দক্ষ অভিনেতার এত দক্ষ পরিচালনা বিশাল প্রশংসার দাবি রাখে "। এমনকি 'মন্দার'ও দেখেছেন তিনি। তাও জানালেন। ''
তবে এদিন উপস্থিত ছিলেন না অনির্বান ভট্টাচার্য। শ্যুটিং এর কারণে আসতে পারেননি তিনি। কিন্তু সাথে ছিলো সিনেমার নায়ক। সাউথ সিটির মলের বিকেলের শো দেখলেন চঞ্চল চৌধুরী, সাথে ছিলেন সত্যম ভট্টাচার্য।
চঞ্চল চৌধুরী জানান , '' এরকম একটা ছবি সচরাচর দেখা যায় না। এরকম দৃশ্য বড় পর্দায় দেখা মানে বড় পাওনা। সত্যম আমার সঙ্গে ছিল। প্রত্যেকটা চরিত্রের অভিনয় দেখে আমি বড়ই আনন্দ পেয়েছি। আর অনির্বাণ তো দুর্দান্ত ছবি বানিয়েছে। বাঙালি দর্শকদের জন্য যা উপহার। ওপার বাংলার সকলের পক্ষ থেকে অনির্বাণকে শুভেচ্ছা "।