বিশ্বকাপ থেকে বিদায়ের ৪ দিনের মধ্যেই মাঠে রোনাল্ডো, পুরোনো ক্লাবে অনুশীলন করলেন

banner

journalist Name : Sampriti Gole

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি ফের রিয়াল মাদ্রিদে ফিরবেন! বিশ্বকাপ থেকে বিদায়ের ৪ দিনের মধ্যেই রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনে দেখা গেল সিআর সেভেনকে। একা একাই অনুশীলন তিনি।
সম্প্রতি পারস্পরিক সম্মতিতে বিবাদের পর ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে আলাদা হয়েছেন রোনাল্ডো। তিনি এক সাক্ষাত্‍কারে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ও কোচ আর্ট টেন হেগের সমালোচনা করেন। তার পর থেকে জটিলতা বাড়ার কারণে ম্যানচেস্টারে ইউনাইটেড ছাড়তে বাধ্য হয় রোনাল্ডো।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোর সঙ্গে রয়েছেন তার বড় ছেলে, ১২বছর বয়সী ক্রিশ্চিয়ানো জুনিয়র। রোনাল্ডো রিয়াল মাদ্রিদের প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পর, তিনি ক্লাবের সাথে পুনরায় চুক্তিবদ্ধ হতে পারেন বলে খবর পাওয়া গেছে, তবে বিষয়টি এখনও পরিষ্কার নয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কোনও আলোচনা হয়নি। ক্লাব ছাড়লেও রোনাল্ডো এবং রিয়াল মাদ্রিদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, সেই কারণেই তাকে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়েছিল।
সংযুক্ত আরব আমিরাতের ক্লাবে যোগ দেওয়ার প্রস্তাবও রয়েছে রোনাল্ডোর কাছে। এটি উল্লেখযোগ্য যে রোনাল্ডো ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে যুক্ত ছিলেন। এই ক্লাবের হয়ে ৪৩৮ ম্যাচে তিনি ৪৫০ গোল করেছেন। পাশাপাশি রোনাল্ডো তার দেশের হয়ে ১৯৬ ম্যাচে ১১৮ গোল করেছেন। 
বিশ্বকাপ থেকে বিদায়ের পরই অধিকাংশ ফুটবলার ছুটি কাটাতে গিয়েছেন। এরপরই শুরু হয়ে যাবে ক্লাব ফুটবল। কিন্তু রোনাল্ডোর এখনই কোনও ব্যস্ততা নেই। ম্যান ইউয়ের সঙ্গে বিচ্ছেদ। এরপর ফ্রি এজেন্ট রোনাল্ডো। তার আগে নিজেকে ফিট রাখতে চাইছেন পর্তুগাল অধিনায়ক।
তবে রোনাল্ডো রিয়ালে ফিরবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। জল্পনা ছিল, রোনাল্ডোকে বিরাট অঙ্কের প্রস্তাব দিয়েছেন আরবের ক্লাব আল নাসের। কাতারের একটি ক্লাবও নাকি রোনাল্ডোকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কোন ক্লাবে যোগ দেবেন, তা নিয়ে মুখ খোলেননি পর্তুগাল তারকা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব ফুটবল বিশ্ব
Related News