CBSE ১০, ১২ শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা, প্রশ্নপত্রের প্যাটার্নে হচ্ছে পরিবর্তন

banner

journalist Name : Puja Adhikary

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

প্রকাশিত হল ১০ এবং ১২ শ্রেণির জন্য নম্বরের ভাগ এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষার বিশদ। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ১০ এবং ১২ শ্রেণির জন্য এই বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট, cbse.gov.in-এ গিয়ে বিজ্ঞপ্তিটি পড়তে পারবে। ১ জানুয়ারী থেকে শুরু হবে ২০২২ থেকে ২০২৩ সেশনের দশম এবং দ্বাদশ শ্রেণির বার্ষিক প্র্যাক্টিক্যাল পরীক্ষা, ‘ইন্টারনাল অ্যাসেসমেন্টে’ এবং ‘প্রজেক্ট অ্যাসেসমেন্টে’। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে লিখিত পরীক্ষা। CBSE তার বিবৃতিতে উল্লেখ করেছে "এটি লক্ষ্য করা গেছে যে স্কুলগুলি প্র্যাক্টিক্যাল, ‘ইন্টারনাল ও প্রজেক্ট অ্যাসেসমেন্টে’ ক্ষেত্রে মার্ক আপলোড করার সময় ভুল করছে,"৷ তাই বিষয়টা স্পষ্ট করতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্র্যাকটিকাল পরীক্ষা নিয়ে সিবিএসইয়ের তরফে নির্দেশ দেওয়া হয়েছে- নির্দিষ্ট সময়ের মধ্যে প্র্যাকটিকালের পাঠ্যক্রম শেষ করতে হবে ও তা স্কুলগুলিকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময় মতো স্কুলগুলিকে ল্যাবরেটরি প্রস্তুত করে রাখতে হবে।প্রতিটি স্কুলকে আগেই প্র্যাকটিকাল পরীক্ষার দিন জানিয়ে দিতে হবে। পাশাপাশি সকল প্র্যাকটিকাল পরীক্ষার্থীদের নামের তালিকা অনলাইন সিস্টেমে যাচাই করে দেখে নিতে হবে। দ্বাদশ শ্রেণির প্র্যাকটিকাল পরীক্ষার জন্য বোর্ড 'এক্সটার্নাল' পরীক্ষক নিয়োগ করবে। স্কুলের তরফে যে তালিকা জমা দেওয়া হয়েছে, তাতে ঠিকঠাক বিষয় আছে কিনা, তা দেখে পড়ুয়া বা তাদের অভিভাবকদের নিশ্চিত করতে হবে।

অনলাইন সিস্টেমে যাতে সঠিক বিষয় এবং বিভাগ থাকে, তা নিশ্চিত করতে হবে। কোনও সমস্যা হলে আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছে কেন্দ্রীয় বোর্ড। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট, cbse.gov.in-এ গিয়ে বিজ্ঞপ্তিটি পড়তে পারবে। এবছরে, ICSE এবং ISC পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি অনেক পরিবর্তন করা হয়েছে। সিবিএসই-এর ক্ষেত্রেও সেই পরিবর্তন এসেছে। পরপর দুই বছর সিলেবাস কমানোর পর, এ বছর সিবিএসই পুরো সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা নেবে। এবছর সিবিএসই বোর্ডের প্রশ্নপত্রের প্যাটার্নে পরিবর্তনও হতে পারে। বোর্ড পরীক্ষা মেধা-ভিত্তিক করার দিকে ঝুঁকছে তাই প্রশ্নপত্রে প্রশ্ন বেছে নেওয়ার জন্য আরও অপশন যোগ করা হতে পারে।

COVID-19 -এর পর ভিড় এড়াতে এ বছর প্র্যাক্টিক্যাল পরীক্ষা, ‘ইন্টারনাল অ্যাসেসমেন্টে’ এবং ‘প্রজেক্ট অ্যাসেসমেন্টে’-এর জন্য, CBSE স্কুলগুলিকে ১০ জনের ছোট দলে ছাত্র-ছাত্রীদের ডাকতে বলা হয়েছে। শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি ক্লাসের জন্যই একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে বিষয়গুলির নাম, কোড নম্বর, থিয়োরি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর, প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য সর্বোচ্চ নম্বর, প্রজেক্টের মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর, প্রজেক্টের মূল্যায়ন বা প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য কোনও বাইরের পরীক্ষক নিয়োগ করা হবে কি না তা নিয়ে ভাবা হবে।  প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য বোর্ডের তরফে কোনও প্র্যাক্টিক্যাল উত্তরপত্র দেওয়া হবে কি না, থিয়োরি পরীক্ষায় কোন ধরনের উত্তরপত্র দেওয়া হবে- সে সংক্রান্ত বিস্তারিত ভাবা হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

শিক্ষা
Related News