Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

শুভেন্দুর ‘মাস বদল’, এবার লক্ষ্য জানুয়ারি

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

রাজ্যের বিরোধী শিবিরের কথায় চলতি মাসের ১২, ১৪ এবং ২১ তারিখ ‘ধামাকা’ হতে চলেছে। তবে ইতিমধ্যেই গতকাল বিরোধীদের নির্ধারিত দিনের মধ্যে প্রথম দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু রাজ্যে এখনও পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। রাজ্যের শাসল দলের কথায়, ‘বিরোধীদের কিছু করার ক্ষমতা নেই, ভয় দেখানো ছাড়া’। তবে এবার নতুন করে দিন ঘোষণা করলো রাজ্যের বিরোধী দল। গতকাল হাজরায় বিজেপির প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

প্রতিবাদ সভা থেকেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাতে দেখা গিয়েছে তাঁদের। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, “আগামী মাসের ১৩ তারিখ রাজ্যের সমস্ত ধেড়ে ইঁদুর ধরা পড়বে”। সেই সাথে তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, “১২ই ডিসেম্বরটা পরিবর্তন হয়ে ১৩ই জানুয়ারি হতে পারে কিন্তু তা বলে ১৪ই ফেরুয়ারি হবে না”। সম্প্রতি, গত ৩শরা ডিসেম্বর কাঁথিতে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সভা থেকে রাজ্য বিজেপির বিরদ্ধে একাধিক কটাক্ষ করতেও দেখা যায় তৃণমূল সাংসদকে, অন্যদিকে ঠিক একই দিনে ডায়মন্ড হারবারে জনসভা করেন শুভেন্দু অধিকারী। এককালের সতীর্থ বর্তমানে একে ওপরে শত্রুতে পরিণত হয়েছে। বারবার  ডিসেম্বর মাসকেই পাখির চোখ করেছে রাজ্য বিজেপি, কিন্তু এবার শুভেন্দু অধিকারীর মুখে উঠে এলো জানুয়ারি মাসের কথা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক রাজ্য
Related News