Flash News
Tuesday, September 23, 2025

শাঁখা-সিঁদুর জামদানিতে বঙ্গকন্যা রানি,প্রকাশ্যে ‘মিসেস চ্যাটার্জি’ রানির ফার্স্ট লুক

banner

journalist Name : Sampriti Gole

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

একেবারে বাঙালি সাজে ধরা দিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্য়ায়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ থেকে রানির প্রথম লুক প্রকাশ্যে। ছবিতে এলোমেলো চুল, হাতে শাখা-পলা, কপালে ছোট্ট টিপ, শাড়ি পরে নো মেকআপ লুকে দেখা মিলেছে নায়িকার।

এই ছবিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন টলিউডের এক অভিনেতাও।
সূত্রের খবর, এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে ডেবিউ করছেন অনির্বাণ ভট্টাচার্য্য। এই বছরের মে মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায় ছবিটি। আজ সোশ্য়াল মিডিয়ায় তরণ আদর্শ ভাগ করে নিয়েছেন ছবিতে রানির প্রথম লুক। সেইসঙ্গে জানিয়েছেন, 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' মুক্তি পাবে আগামী বছর অর্থাত্‍ ২০২৩ সালের ৩ মার্চ।

সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে রানিকে দেখা যাবে একজন মায়ের ভূমিকায়। আজ মুক্তি পাওয়া লুকে, রানির হাতে দেখা যাচ্ছে শাঁখা-পলা। কাঁধে রয়েছে একটি ঝোলা ব্যাগ। কোমরের কাছে আঁকড়ে ধরেছেন একটি পুতুল। তাঁর চোখেমুখে গভীর উদ্বেগ ফুটে উঠেছে। গল্পের মূল উপজীব্য সরকার বনাম এর মায়ের লড়াই নিয়ে। পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির জন্য মায়ের থেকে সন্তানকে আলাদা করে নরওয়ে সরকার। সেই অভিভাবকত্বের অধিকারের লড়াই ফিরে পাওয়ার জন্য এক মায়ের লড়াইকে ফুটিয়ে তোলা হবে এই ছবিতে।

২০১১ সালে নরওয়েতে এক ভারতীয় দম্পতির সন্তানকে তাঁদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র স্ক্রিপ্ট। সন্তানকে ফিরে পাওয়ার জন্য এক মায়ের সংগ্রামই এই ছবির মূল বিষয়। এক বাঙালি মায়ের চরিত্রে ছবিতে অভিনয় করেছেন রানি।
২০২১ সালের অগস্টে শুরু হয়েছিল ছবির শ্যুটিং। শেষ হয় অক্টোবরে। ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, কাকতলীয় ঘটনা হল ১৮ অক্টোবর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র শ্যুটিং শেষ করেছেন তিনি; ১৯৯৭ সালে এই একই দিনে তাঁর প্রথম হিন্দি ডেবিউ ছবি ‘রাজা কি আয়েগি বারাত’ মুক্তি পেয়েছিল'।
এক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে- সন্তানের জন্য দেশের সঙ্গে মায়ের লড়াই নিয়ে তৈরি। ছবির শ্যুটিং করতে গিয়ে আমি নিজেও আবেগপ্রবণ হয়ে পড়ি’।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়া
Related News