Flash News
Monday, September 22, 2025

টলিউড ছেড়ে বলিউডে অভিষেক ঘটতে চলেছে জয়া আহসানের

banner

journalist Name : Papri Chakraborty

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

টলিউড জগতের এক প্রতিভাবান অভিনেত্রী হলেন জয়া আহসান। জন্মসূত্রে বাংলাদেশে থাকলেও ভারতের বহু বাংলা সিনেমাতে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। তাঁর রুপি সৌন্দর্যে মুগ্ধ হয়েছে বহু মানুষ। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর। ২০১৩ সালে আবর্ত চলচ্চিত্রের মাধ্যমে ভারতে আগমন তাঁর। ২০১৬ সালে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় বিসর্জন ছবির মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি। এই ছবিতে অভিনয় করার পর শ্রেষ্ট অভিনেত্রী হিসেবে ভূষিত হন। এরপর আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। 

টলিউডের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। মুম্বই, বাংলাদেশ ও কেরলের তিন অভিনেত্রী এই ছবিতে অভিনয় করবেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের 'দিল বেচারা' র নায়িকা সঞ্জনা সাংঘি, জয়া আহসান ও পার্বতী তিরুভথিকে দেখা যাবে এই ছবিতে। 'কড়ক সিং' ছবির মধ্যে দিয়ে প্রথমবার হিন্দি ছবিতে আসতে চলেছেন জয়া আহসান। বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর হাত ধরেই এগোতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী। অনিরুদ্ধ রয়চৌধুরির এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও রয়েছেন দিলীপ শঙ্কর।

এক বিশিষ্ঠ সংবাদমাধ্যমকে জয়া আহসান জানান, " এটি আমার প্রথম হিন্দি ছবি। এবং আমার চরিত্রটি ছবিটির খুবই গুরুত্বপূর্ণ অংশ। সুযোগ আসতেই রাজি হয়ে গিয়েছিলাম কারণ অনিরুদ্ধ এটার পরিচালক এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মতো এক অভিনেতা। শুটিং শুরুর অপেক্ষায় আছি। খুবই উত্তেজিত "।

ডিসেম্বরের শুরুতেই এই ছবির শ্যুটিং শুরু হয়েছে মুম্বাইতে। তবে এরপর প্রায় এক মাস কলকাতা শহরে শুটিং এর কাজ চলবে এই ছবিটির। বলিউডে পা রেখেও কলকাতা শহরের বহু দৃশ্য দেখা যাবে এই ছবিতে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র সোশ্যাল মিডিয়া
Related News