#PRAVATI SANGBAD DIGITAL DESK:
সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল "। পুরনো দিনের গান হলেও এখনো যথেষ্ট জনপ্রিয় এই গানটি। ফুটবল ছাড়া বাঙালি যেনো আর বাঙালি নয়। ছোটো থেকে বড়ো সকলের মধ্যেই ফুটবল নিয়ে এক চূড়ান্ত মাতামাতির সৃষ্টি হয়। ইস্ট বেঙ্গল - মোহনবাগান ছাড়া বাঙাল ঘটির ঝগড়া জমে না। আবার পাশাপাশি রয়েছে ফিফা বিশ্বকাপ। সব মিলিয়ে ফুটবল এক বড়ো উৎসব হয়ে ওঠে সকলের কাছে।
কেউ আছে ব্রাজিলের দলে। আবার কেউ আছে আর্জেন্টিনা। কেউ আবার পর্তুগালের ভক্ত। আবার কেউ মন প্রাণ দিয়ে ভালোবাসে ফ্রান্সকে। মেসি - নেইমারের ফ্যানদের সংখ্যা অনেক। বাদ পড়েননা রোনাল্ডও। আবার ডার্বির সময় স্টেডিয়াম মেতে ওঠে লাল - হলুদ , সবুজ - মেরুনে। স্টেডিয়ামের এক প্রান্ত থেকে শোনা যায় ইস্ট বেঙ্গল আবার অন্য প্রান্ত গমগম করে ওঠে মোহনবাগানে। তবে এরই মধ্যে সামনে রয়েছে ফুটবল বিশ্বকাপ। শুধু নর্থ কলকাতা নয় , আরো বিভিন্ন জায়গায় অলিতে - গলিতে শুরু হয়ে গেছে তাঁদের সমর্থন করা দলের বিভিন্ন ছবি আঁকা।
শুধু ভারত নয় , বিদেশের বহু মানুষের মধ্যে উত্তেজনা চলছে ফুটবল বিশ্বকাপ নিয়ে। কেউ আবার অফিসে থেকে তড়িঘড়ি করে বাড়ি ফিরেই বসে পড়ছেন টিভির সামনে। ২২ শে ডিসেম্বর রয়েছে ফুটবল বিশ্বকাপ। এবার বিশ্বকাপের ম্যাচগুলি লাইভ স্ট্রিমিং-এ দেখা যাচ্ছে জিও সিনেমা অ্যাপে। তবে এবার রিলায়েন্স জিও একটি নতুন রিচার্জ প্ল্যান শুরু করেছে। এই প্ল্যানটি বিশেষ করে ফুটবল প্রেমীদের জন্য শুরু করা হয়েছে। এই প্ল্যানে পাওয়া যাবে শুধুমাত্র চার জিবি ডেটা। এই প্ল্যানের সুবিধাগুলি পেতে গ্রাহকদের একটি সক্রিয় বেস প্ল্যান থাকতে হবে। জিও 'ফুটবল বিশ্বকাপ ডেটা প্যাক' নামক এই রিচার্জ প্ল্যানটি নিয়ে এসেছে।
এই নতুন ডেটা ভাউচার প্ল্যানের দাম ২২২ টাকা। এটির সময়সীমা ৩০ দিন ও ৫০ জিবি হাই স্পিড ডেটা পাবেন গ্রাহকেরা। এই প্ল্যানের ৫০ জিবি সম্পূর্ণরূপে ব্যবহার করার পরে, ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। তবে এই প্ল্যানটি কতদিন থাকবে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
জিওর নতুন ২২২ টাকার প্ল্যান ওয়েবসাইট ও মাই জিও অ্যাপের মাধ্যমে কেনা যাবে। ৩০ দিনের জন্য ১৮১ টাকা, ২৪১ টাকা ৩০১ টাকার ডেটা ভাউচার অফার করা হবে। এর মধ্যে যথাক্রমে ৩০ জিবি, ৪০ জিবি ও ৫০ জিবি ডেটা পাওয়া যাবে। ফুটবল প্রেমীদের কাছে বিশ্বকাপের সময় এটি একটি সুখবর।