Flash News
Monday, September 22, 2025

মেহজাবিন কে নিয়ে শোরগোল নেটিজেন পাড়ায়

banner

journalist Name : Srimita Sasmal

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

ওপার বাংলার একজন পরিচিত মুখ মেহজাবিন চৌধুরী।প্রথম সারির অভিনেত্রী তিনি।তার অভিনীত নাটক ও ধারাবাহিক দিয়ে এপার - ওপার দুই বাংলার মানুষদের মুগ্ধ করেছেন।ফলে পশ্চিম বঙ্গে ও তার অগনিত ভক্ত রয়েছে।আবার বাংলাদেশের অন্যান্য নানান অভিনেত্রী রাও মেহজাবিন কে তাদের ' আদর্শ ' হিসেবে দেখেন।বাস্তবে মুসলিম ধর্মাবলম্বী তিনি।নিজের অভিনয় ,জীবনযাপন ,ফ্যাশন সব কিছুর জন্য সোশাল মিডিয়া তে সর্বদা ই চর্চায় থাকেন তিনি।তবে এবার নেটিজেন দের আক্রোশের মুখে পড়তে হলো তাকে। মেহজাবিন কলকাতা তে তোলা নিজের কিছু ছবি তার সোশাল মিডিয়া পেজে পোস্ট করেন ।আর তারপর ই ভক্তরা তাকে ট্রোল করা শুরু করে।কি এমন হয়েছিল কলকাতায়? কেনো মেহজাবিন কে অপদস্থ হতে হয়??

সম্প্রতি মেহজাবিন চৌধুরী কলকাতা তে এসেছিলেন কিছু ভিডিও ও ফটো শুটিং এর জন্য।মহানগরীর বিভিন্ন জায়গায় ঘুরে ফটো শুট ও করেন তিনি।ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর সামনেও তার ফটো শুট এর কিছু মুহূর্ত তার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট এ চোখ রাখলেই লক্ষ করা যায়।তেমন ই তিনি কুমোরটুলি তে ও কিছু ফটো শুট করেন ও কিছু ভিডিও ও শুট করেন।ছবি তে দেখ যায় মেরুন রঙের এক পোশাকে মেহজাবিন কে। ব্যাকগ্রাউন্ড এ রয়েছে মা দুর্গার মূর্তি।তিনি ক্যাপশন এ লেখেন ," শীতের রং মেরুন,তাই না?"
এই ছবি পোস্ট করা মাত্র শুরু হয় ট্রোলিং। ওপার বাংলার বহু ভক্তরা নানান মন্তব্য করেন।কেউ বা লেখেন,"মূর্তির সামনে দাঁড়িয়ে পিক না নিলেই ভালো হতো।" কেউ বলেন,"মুসলিম হিসেবে এমন জায়গায় ছবি তোলাটা ঠিক হয়নি " কেউ বলেন," আপনি এত নিচে নেমে গেলেন?" আরো হাজার রকম মন্তব্যে ভরে গিয়েছে সোশাল মিডিয়া।তবে তার অনেক ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন। ট্রোলার দের মন্তব্যের বিরোধিতাও করেছেন তারা।তবে এই ব্যাপারে অভিনেত্রী নিজে এখনো মুখ খোলেননি।তিনি চুপ থাকাটাই শ্রেয় বলে বেছে নিয়েছেন।
১৯৯১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।ধারাবাহিক দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন ।২০০৯ সালে ' তুমি থাকো সিন্ধূপারে ' ধারাবাহিক দিয়ে পথচলা শুরু করেন।এরপর বহু ধারাবাহিক এ কাজ করেন ।আসতে আসতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি ।এরপর থেকে তার নানান নাটক দিয়ে দর্শক দের নজর কেড়েছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব বিদেশ
Related News