Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল

banner

journalist Name : Sampriti Gole

#Pravati sangbad Digital Desk:

আজ, শুক্রবার থেকে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা শুরু হচ্ছে। ৩২টি দেশকে নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এখন মাত্র আটটি দেশের হয়ে দাঁড়িয়েছে। কোয়ার্টার ফাইনাল মানেই হাড্ডাহাড্ডি লড়াই। কারণ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল-তিনটে ম্যাচে জিতলেই বিশ্বচ্য়াম্পিয়ন হওয়ার সুযোগ।

আর আজকের প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল আর ক্রোয়েশিয়া। আর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা আর নেদারল্যান্ডস।
শুক্রবার এডুকেশন সিটি সেন্টারে ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে গুঁড়িয়ে শেষ আটে উঠেছেন নেইমাররা। সেখানে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোটরা গ্রুপ পর্ব থেকেই কার্যত খোঁড়াতে খোঁড়াতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। জাপানের কাছে প্রি কোয়ার্টার টাইব্রেকারে জেতা ক্রোয়েশিয়ার অবশ্য ডিফেন্স খুব মজবুত, সঙ্গে আছেন দারুণ এক গোলকিপার।
প্রথম কোয়ার্টার ফাইনাল

৯ ডিসেম্বর, শুক্রবার: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

(রাত সাড়ে ৮টা, এডুকেশন সিটি স্টেডিয়াম)

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

১০ ডিসেম্বর, শনিবার: আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস

(রাত সাড়ে ১২টা, লুসেইল স্টেডিয়াম)

তৃতীয় কোয়ার্টার ফাইনাল

১০ ডিসেম্বর, শনিবার: মরক্কো বনাম পর্তুগাল

(রাত সাড়ে ৮টা, আল থুমামা স্টেডিয়াম)
চতুর্থ কোয়ার্টার ফাইনাল

১১ ডিসেম্বর, রবিবার: ফ্রান্স বনাম ইংল্যান্ড

(রাত সাড়ে ১২টা, আল বায়েত স্টেডিয়াম)
অতএব সবমিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা কোয়ার্টার ফাইনাল দেখার জন্য গোটা পৃথিবী অপেক্ষা করছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল বিশ্ব বিনোদন
Related News