Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আলিয়া ও রণবীর কি নাম রাখলেন মেয়ের ?? জেনে নিন এক ঝলকে

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

সদ্য বাবা মা হয়েছেন আলিয়া ও রণবীর। চলতি মাসেই গত ৬ ই নভেম্বর একটি সুস্থ ,ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।তারপর থেকেই তাদের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে আলিয়া ও রণবীর নিজেদের মেয়ের নামকরণ করবে।এবার সেই অপেক্ষার অবসান ঘটলো।নিজের সোশাল মিডিয়া পেজে আলিয়া ভাট জানালেন তাদের সদ্যোজাত মেয়ের নাম। নিজের ইনস্টাগ্রাম পেজে এ আলিয়া নিজের ,রণবীর ও তাদের মেয়ের একটি আবছা ছবি দেন এবং একটি ছোট্ট জার্সি তে ফোকাস করে ছবিটি তোলা হয়েছে ,যাতে লেখা রয়েছে ' রাহা '। মেয়ের নাম তারা রেখেছে রাহা। তবে নামটি দিয়েছেন রণবীর কাপুরের মা ও বলিউড এর অন্যতম পরিচিত মুখ নীতু কাপুর। বৃহস্পতিবার আলিয়া তার ইনস্টাগ্রাম পেজে তাদের তিন জনের ছবি পোস্ট করেন এবং তার নিচে ক্যাপশন এ লেখেন," ' রাহা ' নামটি (যেটি তার অভিজ্ঞ ও অভূতপূর্ব দাদি (ঠাকুমা) রেখেছেন) এর অনেকগুলি সুন্দর অর্থ রয়েছে....
রাহা নামের পবিত্র অর্থ হলো ' স্বর্গীয় পথ '
সোয়াহিলি তে সে হলো আনন্দ,
সংস্কৃত এ সে হলো বংশ,
বাংলাতে সে হলো বিশ্রাম,স্বস্তি,মুক্তি
আরবি তে শান্তি
এর আরো অর্থ হলো আনন্দ,স্বাধীনতা ও পরম সুখ
আর সত্যিই যখন ওকে আমরা প্রথম বার কোলে নিই আমরা এই সব অনুভূতি গুলো একসাথে অনুভব করেছিলাম।
ধন্যবাদ রাহা আমাদের পরিবারে আসার জন্য।তোমাকে পেয়ে মনে হচ্ছে জীবন এই শুরু হলো।"

মেয়ের সাথেই এখন সময় কাটাচ্ছেন আলিয়া।মেয়ে কে কোনটা বেস্ট দেওয়া যায় সেটা নিয়েও সবসময় চিন্তা করেন আলিয়া ও রণবীর।মেয়ে কে কিভাবে বড়ো করবেন সেটা নিয়েও বেশ চিন্তিত তিনি।কারণ তিনি নিজেও একজন স্টার কিড বলে তিনি যেমন অনেক সুযোগ সুবিধা পেয়েছেন তেমন ই অনেক ঘাত প্রতিঘাতের ও সম্মুখীন হতে হয়েছে তাকে।বারবার তার নামের সঙ্গে ' নেপটিসম ' বা 'স্বজন পোষণ ' এর ট্যাগ ও লাগানো হয়েছে। এই প্রসঙ্গে আলিয়া বলেন," মেয়েকে লোকচক্ষুর সামনে বড়ো করা নিয়ে আমরা বেশ চিন্তিত। এই নিয়ে রণবীর,আমাদের পরিবার ও বন্ধুবান্ধব দের সাথেও অনেক আলোচনা করেছি।আসলে আমি চাইনা আমাদের মেয়ে বলে ওর জীবনে অকারণে কোনো অনুপ্রবেশ ঘটুক।" তবে সন্তান কে নিয়ে সবসময় চিন্তিত হলেও তার ভবিষ্যত পরিকল্পনা করতে চান না আলিয়া।তিনি জানান,"কিছু আশা করে পড়ে নিরাশ হওয়ার চেয়ে স্লেট টা ফাঁকা রাখাই ভালো"।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News