Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বাংলার নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন সিভি আনন্দ। আজ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার সকালেই স্বপরিবারে তিনি এসেছেন কলকাতায়। তাঁর সঙ্গে ছিলেন জায়া লক্ষ্মী বোস। ছিলেন তাঁর পুত্র বাসুদেবন এবং তাঁর কন্যা নন্দিতা। শহরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয় তাঁর। জানা গিয়েছে, বুধবারের এই শপথ গ্রহণ কর্মসূচির মাহেন্দ্রক্ষণ ঠিক করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীই। ১৯৫১ সাল। কেরলের কোট্টায়াম জেলা। জন্মগ্রহণ করেন সিভি আনন্দ। ব্যাঙ্ক কর্মী হিসাবে নিজের কর্মজীবন শুরু করলেও এককালে আইএএস অফিসার ছিলেন আনন্দ। এমনকি পূর্বে কলকাতা শহরেও কাজ করেছেন তিনি। তাই এই শহর সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি মোটামুটি স্পষ্ট। তিনি স্বয়ং এই কথা বলেছেন যে এই কলকাতা তাঁর ভীষণ প্রিয়। এমনকি কলকাতার রসগোল্লা‌ও তাঁর কাছে অমৃত। অল্প অল্প বাংলাতে কথাও বলতে পারেন তিনি। কিন্তু কেন এই বোস পদবী? জানা গিয়েছে, তিনি নেতাজি সুভাষ চন্দ্র বোসের বিরাট ভক্ত। এবং নেতাজির প্রতি তাঁর শ্রদ্ধা এবং ভালোবাসা অগাধ। তাই নিজের নামের সঙ্গে এই পদবী তিনি নিজেই জুড়েছেন। জগদীপ ধনখড়ের আসা থেকে যাওয়া পর্যন্ত খুব কমদিন‌ই এমন ছিল যে রাজ্য-রাজ্যপাল সংঘাত হয়নি। কিছু না কিছু বিষয়ে লেগেই থাকত দুই পক্ষের অশান্তি। মতের মিল হয়নি কখনোই। অশান্তি চরম জায়গায় পৌঁছে গিয়েছিল দুই পক্ষেরই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল আদায় কাঁচকলায়। শুধু একটি সৌজন্য বিনিময় ছিল সামনাসামনি। ব্যাস ওইটুকুই। বাইরে গেলেই একের পর এক সমস্যা চালু হয়ে যেত। কোনোসময় টুইট যুদ্ধ, তো আবার কখনো বাক যুদ্ধ। টুইটে লড়াই সবথেকে বেশিবার হয়। অনেক সময় এমনও হয়েছে কোনো সভায় রাজ্যপাল উপস্থিত থাকলে সেখানে দেখা গিয়েছে শাসকদলের প্রতিবাদ কর্মসূচি। তবে বাংলার এই নতুন রাজ্যপালের সঙ্গে সরকারের কেমন সম্পর্ক থাকে সেটাই দেখার।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News