Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বিজেপিতে ?

banner

journalist Name : Priyasree

#Delhi:

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বৃহস্পতিবার সিধুর উপর আক্রমণ করে বলেছেন যে সিধু ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির কর্তৃত্বকে খর্ব করছে। তিনি আরও বলেন, সিধু যে ধরনের পরিস্থিতি তৈরি করেছেন তা পাঞ্জাবে আগে কখনও দেখা যায়নি। “সিধুর কাজ হল দলীয় বিষয় পরিচালনা করা এবং চান্নির কাজ হল সরকার চালানো। কখনও কোনো হস্তক্ষেপ প্রয়োজন নেই। আমি তিনবার পিসিসি প্রধান হয়েছি।


বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-র সঙ্গে সাক্ষাতের পরই গুঞ্জন শোনা যায়, তিনি বিজেপি(BJP)-তে যোগ দিতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং(Amarinder Singh)। যাবতীয় জল্পনা উড়িয়ে এদিন তিনি সাফ জানিয়ে দিলেন, বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি। তবে আগামিদিনে কংগ্রেস(Congress)-র সঙ্গেও যে আর থাকতে চান না।


ক্যাপ্টেনের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়, এটি রাজনৈতিক সাক্ষাৎ নয়। অমিত শাহর সঙ্গে দেখা করে কৃষি আইন বাতিলের দাবি জানিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তখনকার মতো জল্পনা থামলেও আজ ফের জল্পনা উসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা করতে যান অমরিন্দর। সাক্ষাৎ শেষে জানিয়ে দেন,”আমি কংগ্রেস (Congress) ছাড়ছি।


চণ্ডীগড় বিমানবন্দরে অমরিন্দর সিং সাংবাদিকদের বলেন, “প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান এবং মুখ্যমন্ত্রী একে অপরের সাথে পরামর্শ করেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নির নেওয়া উচিত সিধুর নয়।” সিধু মঙ্গলবার রাজ্য কংগ্রেস প্রধানের পদ থেকে হঠাৎ পদত্যাগ করেন, বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে পাঞ্জাবে ক্ষমতাসীন দলকে নতুন সংকটের মধ্যে ফেলে দেয়।


“আমি এখনও অবধি কংগ্রেসেই রয়েছি, তবে আগামিদিনে আর কংগ্রেসে থাকব না। আমি ইতিমধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমার সঙ্গে এ হেন ব্যবহার মেনে নেব না কিছুতেই। বিজেপিতে যোগ দেবেন না।”


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News