Flash News
    No Flash News Today..!!
Wednesday, November 12, 2025

মুখ ভর্তি অবাঞ্ছিত লোম, বিরল রোগের শিকার ললিত পাইদার

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

'ওয়্যারউলফ' সিনড্রোমে ভুগছেন ললিত পাইদার। লোমে মুখ-চোখ ঢেকে গিয়েছে বছর ১৭-র কিশোরের। ললিত জানান, ছোট থেকে তিনি যখন এই রোগে ভুগতে শুরু করেন, তখন থেকে তার স্কুলের বন্ধুরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। তার চোখ, মুখ রোমে ঢেকে যাওয়ায়, তাকে দেখে ভয় হয় বলে মন্তব্য করেন অনেকে। এমনকি, ললিত পাতিদারকে 'ভূত', 'মাঙ্কি বয়' বলেও কটাক্ষ করেন বহু মানুষ। 'ওয়্যারউলফ সিনড্রোম' যাকে চিকিত্‍সা বিজ্ঞানের ভাষায় বলে ‘হাইপারট্রাইকোসিস’। মানুষের শরীরের যেসব স্থানে সাধারণত লোম থাকার কথা নয়, সেসব স্থানে পুরু, কালো, শক্ত লোম হলে যেমন: ঠোঁটের ওপর, চিবুক, থুতনি, বুকে,পিঠে বিভিন্ন জায়গায়, সে ক্ষেত্রে একে বলে 'ওয়্যারউলফ সিনড্রোম' বা হাইপারট্রাইকোসিস। এটি নারী পুরুষ যে কারোর‌ই হতে পারে। সাধারণত এর কারণগুলো হলো-পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম, পুরুষ হরমোনের আধিক্য, থাইরয়েড হরমোনের অস্বাভাবিকতা এবং সর্বোপরি কারো কারো ক্ষেত্রে এসব কোনো কারণ না থাকা সত্ত্বেও অবাঞ্ছিত লোম হতে পারে। একেক জনের শরীরের লোমের ঘনত্ব ও গঠন একেক রকম, তাই সবার জন্য একটি নির্দিষ্ট চিকিত্‍সা সমানভাবে কাজ করবে না। এই রোগে দুই সপ্তাহ পর পর ‘হোম পালস লাইট থেরাপী’ নিতে হয় এবং ৬-৮ টি সেশনে ফলাফল দেখা যায়। অবাঞ্ছিত লোম একটি বিব্রতকর সমস্যা, এবং অনেক ক্ষেত্রে এটি শরীরের বড় কোনো সমস্যার লক্ষণ হিসেবে প্রকাশিত হয়। তাই একে অবহেলা না করে কারণ নির্ণয় করা উচিত।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চিকিৎসা
Related News