Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

সরকার নির্দেশ দিলেই ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীর মুক্ত করতে তৈরি,জানালেন সেনা কর্তা

banner

journalist Name : SRIMITA SASMAL

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় সেনা তৈরি পাক অধিকৃত জম্মু কাশ্মীর কে ফেরাতে,শুধু সরকারের নির্দেশের অপেক্ষা ।এমনটাই দাবি করেছেন নর্দান আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি।তিনি বলেন," ভারতীয় সেনা একবার নির্দেশ পেলেই পাক অধিকৃত জম্মু কাশ্মীর কে ফেরাতে ঝাঁপিয়ে পড়বে, সেনা তৈরি রয়েছে যেকোনো নির্দেশাবলীর জন্য।" তিনি আরো বলেন," যুদ্ধবিরতি সমঝোতা দুই দেশের সেনাদের ই মেনে চলা উচিত।কারণ এই সমঝোতা দুই দেশের ই সুবিধার স্বার্থে তৈরি। তবে পাকিস্তান যদি এই সমঝোতা ভাঙ্গে তাহলে ভারত ও তার যোগ্য জবাব দেবে।"

 দ্বীবেদি আরো বলেন," দেশের ৫০ শতাংশ মানুষ এর বয়স ২৫ বছরের নিচে । তারা যদি ' অগ্নিবীর ' এর জন্য প্রস্তুতি নেয়,তাহলে তাদের মধ্যে থেকে যোগ্যদের নেওয়া হবে অগ্নিবির এ। এবং বাকিদের যোগ্যতার পরীক্ষা করে উপযক্তদের প্যারা মিলিটারি ও পুলিশ ফোর্স এ নেওয়া হবে ।বাকিরা হবেন স্বনিযুক্ত।"


কিছুদিন আগেই কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর গলাতেও এমন কথাই শোনা যায়। গত ২৭ এ অক্টোবর রাজনাথ সিং জানান," পাকিস্তান তাদের অধিকৃত কাশ্মীর এর মানুষজন এর ওপর নৃশংস অত্যাচার চালাচ্ছে। আমরা পাক অধিকৃত কাশ্মীর এর মানুষের কষ্ট অনুভব করতে পারছি। ভারত কাশ্মীর কে সুন্দর করে গড়ে তুলবে। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে।ভারত গিলজিত ও বালটিস্টান না পৌঁছানো অবধি থামবেনা।"তিনি আরো বলেন,"পাকিস্তান লাস্কার জঙ্গিদের কাশ্মীরি সাজিয়ে পাঠাচ্ছে। তাদের মতে জঙ্গী দের কোনো ধর্ম থাকতে নেই ।" 

মঙ্গলবারের বৈঠকে দ্বিবেদী আরো বলেন,এই মুহুর্তে কাশ্মীরে ছড়িয়ে রয়েছে প্রায় ৩০০ জন জঙ্গী।যাদের মধ্যে ৫৩ জন স্থানীয় জঙ্গী আর ৮২ জন বিদেশি।বাকিদের পরিচয় জানা নেই। এই প্রসঙ্গে দ্বিবেদী বলেছেন, জঙ্গীরা ২০ বছর বয়সের নিচে ২৫ শতাংশ মানুষ কে তাদের দলে নিচ্ছে। বাকি ৭৫ শতাংশ এর বয়স ২০ থেকে ৩০। তাই তিনি মানুষদের নিজেদের সন্তানদের প্রতি সতর্ক থাকতে বলেছেন।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সামরিক আন্তর্জাতিক
Related News