Flash News
Tuesday, September 23, 2025

মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে রাতেই প্রিন্সেপ ঘাট পরিদর্শনে গেলেন রাজ্যের পুরমন্ত্রী

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী ধমক খেয়ে সেদিন রাতেই প্রিন্সেপ ঘাট পরিদর্শনে গেলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এছাড়াও পুর আধিকারিকেরা সহ স্থাপত্য বিশেষজ্ঞরাও সেখানে উপস্থিত হলেন। প্রিন্সেপ ঘাট থেকে জাজেস ঘাট পর্যন্ত ঘুরে নানা জিনিস পর্যবেক্ষণ করলেন।পাশাপাশি তিনি এলাকাগুলির দিকে যথেষ্ট নজর দিলেন যাতে কোনো স্থান অপরিষ্কার না থাকে। তিনি বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মেয়র ক্ষোভ প্রকাশ করে বন্দর এবং রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বলেন, 'আমি ঘুরে দেখলাম ওখানে কিছু টাইলস খোলা রয়েছে। যারা বসে হকারি করছে তারা ময়লা ফেলে। আমাদের পুলিশ ও ইঞ্জিনিয়ার হাঁ করে তা তাকিয়ে দেখে। প্রিন্সেপ ঘাট এলাকায় কিছু পোর্টের এবং রেলের জায়গা আছে কিন্তু তা পরিষ্কার হয় না। ওদের বলব জায়গাটা পরিষ্কার করতে। নিয়মিত নজরদারি চালাতে হবে।' তিনি দাবি করেন,এর আগে একাধিক বার বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি বলা হয়েছে, তা সত্ত্বেও পোর্ট কোনও ব্যবস্থা নেয়নি বলে তিনি অভিযোগ করেন। তবে এবার বন্দর কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না করলে কলকাতা পুরসভা নিজেই সাফাইয়ের কাজ শুরু করবে। সেক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ যদি বাধা দেয় তবে জেলে যেতে তিনি রাজি বলে জানান ফিরহাদ।


সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিন্সেপ ঘাটের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই প্রসঙ্গে ফিরহাদকে তিনি বলেন, শীঘ্রই ঘাট সংলগ্ন এলাকা সংষ্কার করা প্রয়োজন। পাশাপাশি গঙ্গার দুপারে সৌন্দর্যায়নের বিষয়টির উপর জোর দিতে নির্দেশ দেন তিনি। ঘাটে যাতে আরতি করা যায় তারও ব্যবস্থা করতে বলেন তিনি। 


ফিরহাদ আরও বলেন, 'গঙ্গার দু'পাশে কী ভাবে সৌন্দর্যায়ন করা যায় ঘুরে দেখলাম। এ ব্যাপারে কেএমডিএ একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বার করবে। তার ভিত্তিতে কাজ শুরু হবে।'


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উন্নয়ন পরিবর্তন রাজ্য
Related News