Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ঐন্দ্রিলা-সব্যসাচীর পর এবার আরও এক প্রেমের সাক্ষী থাকলো গোটা বিশ্ব

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

রবিবার সদ্যপ্রয়াত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। প্রেমিকাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। শুধু সব্যসাচী বললে ভুল হবে আত্মীয় পরিজন থেকে শুরু করে তার ভক্তরা খুবই ভেঙে পড়েছে। ঐন্দ্রিলার মৃত্যুর পর থেকেই তাঁর এবং সব্যসাচীর বেশ কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। সম্ভবত সেদিনই একটি ভিডিও ভাইরাল হয়েছিল যা দেখে প্রথমে সবাই ভেবেছিলেন সব্যসাচী-ঐন্দ্রিলা। কিন্তু পরে জানা যায়, সেটি আসামের এক জুটির। এদিন সব্যসাচী যেমন ঐন্দ্রিলাকে হারিয়েছেন, তেমনই আসামের বিটুপন তামুলি সদ্য নিজের প্রেমিকা প্রাথনা বোরাকে হারিয়েছেন। কিন্তু মৃত্যুও তাঁদের আলাদা করতে পারেনি। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাথনা। বহুদিন ধরেই তাঁরা সম্পর্কে ছিলেন এমনকি তাদের বিয়ের কথাও হয়েছিল কিন্তু হঠাৎই সব শেষ। কিন্তু বিটুপন শেষ পর্যন্ত প্রাথনার পাশে ছিলেন। তবে প্রেমিকার মৃত্যু আটকাতে পারেননি। বিটুপন কিন্তু তাঁদের ভালোবাসাকে অপূর্ণ রাখেননি। জীবিত অবস্থায় সেই স্বপ্ন পূরণ না হলেও, তাঁর মৃত্যুর পর সেই স্বপ্ন পূরণ করেন বিটুপন নিজে। প্রেমিকাকে চিরবিদায় জানানোর আগে বাইরে থেকে বিয়ের সমস্ত সামগ্রী নিয়ে আসে সে।মৃতদেহকে মালা পরিয়ে দেন বিটুপন। এরপর মালাবদল করে। মালাবদলের পর প্রেমিকাকে সিঁদুরও পরিয়ে দেন তিনি। তাঁর দুই গালেও আলতো করে সিঁদুর লাগিয়ে দেন বিটুপন। তারপর প্রেমিকার গালে চুম্বন করে বিটুপন চিৎকার বলে ওঠেন, ‘আমার বিয়ে হয়ে গেল। এই জন্মে আর কাউকে আমি বিয়ে করছি না’। বিটুপনের এই কাজ দেখে সেখানে উপস্থিত সকলে কেঁদে ফেলেন। মৃত্যুর পর প্রাথনাকে বিটুপনের বিয়ে প্রসঙ্গে প্রাথনার ভাই শুভন বোরা বলেন, ‘প্রাথনার প্রয়াণের পর বিটুপন জানিয়েছিল ও প্রাথনাকেই বিয়ে করতে চায়। আমরা একথা শোনার পর ভাষা হারিয়ে ফেলেছিলাম। কারণ ও যা বলেছিল তা আমাদের কল্পনারও অতীত ছিল। আমি কোনোদিন ভাবিনি আমাদের বোনকে কেউ এতটা ভালোবাসতে পারে। আর সেই জন্যেই আমরা ওঁকে থামাইনি’।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ
Related News