Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছেন মেসিরা

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

কোন বিশেষণ মানান সই তাঁর সঙ্গে? ফুটবল সম্রাট পেলে, ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা, মেসির ক্ষেত্রে! সব বিশেষণের উর্ধ্বে রাখা যায়? ম্যাজিশিয়ান বলাই যায়। কোনও ইন্দ্রজাল, আবরা কা ডাবরা নয়। সরল হাসি, মুগ্ধকর ফুটবল, বশ করে রাখে ফুটবল প্রেমীদের। দেশ, বিদেশ, সারা বিশ্বের ফুটবলপ্রেমী। আর্জেন্টিনা সমর্থক যত না বেশি, লিওনেল মেসির সমর্থক তার কয়েক গুন। কাতার বিশ্বকাপে আজ লুসেইল স্টেডিয়ামের সবুজ গালিচায় পা পড়তে চলেছে মেসির। আর্জেন্টিনা হোক বা অন্য কোনও দেশ, লিওনেল মেসির মাঠে নামার অপেক্ষার প্রহর গুনছেন, এ কথা হয়তো বলা যায়! শুধুমাত্র আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলাররাই নন, অনেক কিংবদন্তিরই প্রত্যাশা, মেসির হাতেই এ বারের বিশ্বকাপ উঠুক। বিশ্বকাপ অভিযানে আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব। এ তো গেল বাকিদের প্রত্যাশা, চাওয়া। লিওনেল মেসি নিজে কী চাইছেন? ভারতের সঙ্গে আর্জেন্টিনার আত্মিক সম্পর্ক রয়েছে। আর মেসির সঙ্গে? কেউই হয়তো ভোলেননি, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই অধিনায়ক মেসির অভিষেক হয়েছিল। সেই মুহূর্ত কি ভোলা যায়? ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা হলে সমর্থকদের মধ্যে ভাগা ভাগি থাকবে। আর্জেন্টিনার বাকি ম্যাচগুলিতে শুধুমাত্র মেসির জন্য বাড়তি সমর্থন থাকতেই পারে। এটিই তাঁর শেষ বিশ্বকাপ। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আর তাঁর পা পড়বে না। মেসি নিজেও সে কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপ অভিযানের আগে সাংবাদিক সম্মেলনে তাই তাঁর সরল স্বীকারোক্তি, ‘স্বপ্নপূরণের জন্য এটাই আমার শেষ সুযোগ’। সাত সুর না মিললে যেমন শ্রুতিমধুর সঙ্গীত তৈরি হবে না, তেমনই ফুটবলের মতো টিম গেমে, মেসির একার পক্ষে হয়তো কয়েকটা ম্যাচ জেতানো সম্ভব। তবে ট্রফি জিততে সতীর্থদের যোগ্য সঙ্গ চাই। প্রথম ম্যাচের জন্য কতটা তৈরি আর্জেন্টিনা? কাতারের সঙ্গে আর্জেন্তিনার সময়ের বিস্তর পার্থক্য। আর্জেন্তিনায় মঙ্গলবার একেবারে ভোরবেলায় শুরু হবে বিশ্বকাপের ম্যাচ। আর্জেন্তাইন সময় অনুযায়ী সকাল ৭টা। তাই ভোর ভোর হালকা শীতের আমেজ উপভোগ করতে করতে দেশবাসী যাতে মেসিদের ম্য়াচ দেখতে পারেন, তাই নির্ধারিত সময়ের আগেই ভোর ৬টায় দেশের সিংহভাগ বেকারি খুলে দেওয়া হচ্ছে। সেখানে কেকের রঙেও এসেছে বদল। রেড ভেলভেটের কেকের রঙ বদলে তা আলবিসেলেস্তের নীল সাদা রঙে সেজে উঠেছে। এক বিখ্যাত কেক বিক্রেতার বলছেন যে ঠিক কতটা পরিমান কেক বিক্রি হবে তিনি তার আন্দাজ করতে না পারলেও, নিঃসন্দেহে ফুটবল টুর্নামেন্টের সময় কেক, পেস্ট্রির চাহিদা স্বাভাবিকের তুলনায় বেশি হয়। 



ম্যাচের আগের দিন আর্জেন্তিনার বিভিন্ন বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলিও আর্জেন্তিনা জাতীয় দলের সম্মানে সেজে উঠেছে। দেশের রাজধানী বুইনস আইরসের বিখ্যাত স্তম্ভকে দেশের জার্সির মতোই নীল সাদা রঙে রাঙিয়ে দলকে উত্‍সাহ প্রদানের চেষ্টা করা হয়েছে। রাজধানীর থেকে সামান্যই দূরে রোসারিওতে আবার ঘরের ছেলেদের ছবি ফুটে উঠেছে স্মৃতিস্তম্ভে। আর্জেন্তাইন দলের দুই কংবদন্তি ফুটবলার মেসি এবং অ্যাঙ্খেল দি মারিয়া উভয়েই রোসারিওর ঘরের ছেলে। তাঁদের ঘিরে উচ্ছ্বাসের অন্ত ছিল না। রোসারিওর বিখ্যাত স্মৃতিস্তম্ভে মেসি ও দি মারিয়ার ছবি ভেসে উঠে। কাতারে প্রবেশের আগে আবু ধাবিতে প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। আরব আমিরশাহির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৫-০ জিতেছে আর্জেন্টিনা। অ্যাঞ্জেল ডি মারিয়া জোড়া গোল করেছেন। একটি করে গোল এবং অ্যাসিস্ট রয়েছে মেসির। তাদের প্রথম প্রতিপক্ষ সৌদি আরবও ছন্দে রয়েছে। হার্ভ রেনার্ডের প্রশিক্ষণাধীন সৌদি আরব বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এশিয়ার সেরা দল হিসেবেই বিশ্বকাপে এসেছে। সাতটি জয়, দুটি ড্র এবং একটি মাত্র হার।এশিয়া সেরার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম একাদশ হতে পারে এরকম-এমিলিয়ানো মার্টিনেজ, নহেল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার/আলেজান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া। অন্য দিকে, সৌদি আরবের প্রথম একাদশ হতে পারে-মহম্মদ আল ওয়েস, সাদ আব্দুল হামিদ, আব্দুলেলা আল-আমরি, আলি আল-বুলাহি, ইয়াসির আল-শাহরানি, মহম্মদ কানো, আব্দুলেলা আল মালকি, ফিরাস আল-ব্রিকা, সালেম আল-দাওয়াসারি, সলমন আল-ফারাজ, সালেহ আল-শেহরি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল
Related News