উদয়নারায়নপুর গড় ভবানীপুরের আদলে তৈরি ইকোপার্ক

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk::

কলকাতায় ইকোপার্কের আদলে এবার এক টুকরো সবুজের সমারোহে হাওড়ার উদয়নারায়ানপুরের গড়ভবানীপুরে রায়বাঘিনি রানী ভবশংকরি স্মৃতি পর্যটন কেন্দ্রে তৈরি হচ্ছে ইকোপার্ক। মোট একলক্ষ কুড়ি হাজার বর্গফুট আয়তনের এই ইকোপার্কে কয়েক হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা স্থানীয় প্রশাসন। সম্প্রতি পার্কের ভিতর বিভিন্ন ধরনের ৭০০ গাছের চারা লাগানো হয়। ধাপে ধাপে আরও গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। 

উল্লেখ্য উদয়নারায়নপুরের গড় ভবানীপুর রানী ভবশংকরি স্মৃতিধন্য এলাকায় বছর ছয়েক ধরে চলছে একটি পর্যটন কেন্দ্র তৈরির কাজ। সেখানে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে ওয়াচ টাওয়ার, অডিটরিয়াম, সুদৃশ্য তোরণ। সেখানে রাজ পরিবারের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক দুটি মন্দির রয়েছে। রয়েছে রাজ পরিবারের দুটি পুকুর। সেই মন্দিরকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তুলছে উদয়নারায়নপুর ব্লক প্রশাসন। সেখানেই গড়ে তোলা হচ্ছে এই ইকোপার্কটি।


সম্প্রতি ইকোপার্কে গাছের চারা লাগানোর সূচনা করেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। নারায়ণপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, বিডিও প্রবীরকুমার শিট, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুখেনচন্দ্র চন্দ্র প্রমুখ। 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইকো পার্কে থাকছে প্রজাপতি উদ্যান, অর্কিডের বাগান, রঙিন মাছের জলাধার, নার্সারি সহ আরো অনেক কিছু। লাগানো হচ্ছে দিয়ে দেশ ও বিদেশের নারকেল গাছ, বিভিন্ন ফুল গাছ ও একাধিক ফলের গাছ, বৃক্ষ জাতীয় মহুয়া ,পলাশ সহ বিভিন্ন প্রজাতির গাছ। থাকছে ঔষধি গাছের উদ্যানও। 

এক কথায় নতুন এপার্ক হতে চলেছে সবুজের সমারোহ। ইকো পার্কের ভেতরে গড়ে তোলা হবে ক্যাফটেরিয়া, গেস্ট হাউস, ইকো কটেজ, সুদৃশ্য ঝিল, সংগ্রহশালা, শিশুদের পার্ক, বয়স্ক মানুষের জন্য আড্ডাখানাও তৈরি হবে। 

এই নিয়ে উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন," উদয়নারায়নপুরের গড়ভবানীপুর হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হতে চলেছে। "


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পর্যটন রাজ্য
Related News