Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

শিক্ষক বদলিতেও দুর্নীতি, বিচারপতির প্রশ্নের মুখে স্কুল পরিদর্শক

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

“শিক্ষক বদলিতেও দুর্নীতি হচ্ছে, এটা ভালো ইঙ্গিত নয়”, পুরুলিয়ার একটি স্কুলে শিক্ষক বদলি নিয়ে আক্ষেপের সুর বিচারপতি বিশ্বজিৎ বসুর গলায়। আজ কলকাতা হাইকোর্টে পুরুলিয়ার ঝালদার একটি স্কুলের শিক্ষক বদলিতে দুর্নীতি মামলার শুনানি ছিল, সেখানেই এমন মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন আদালতে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে হাজিরা দিতে বলা হয়েছিল পুরুলিয়া জেলা স্কুল পরিদর্শককে। সূত্রের খবর, আজ তিনি হাজিরা দিয়েছেন আদালতে। স্কুল পরিদর্শক জানান, “সমস্ত স্কুলেই বদলির ঘটনা ঘটছে, যার ফলে বেশি করে সমস্যাতে পড়েছে গ্রামের সরকারি স্কুলগুলি”।

অন্যদিকে তিনি আরও দাবি করেন, “শিক্ষক বদলির ফলে স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখা যাচ্ছে না। শুধু তাই নয়, অনেক স্কুল উচ্চ মাধ্যমিক বিভাগ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে”। সম্প্রতি, স্কুল শিক্ষকদের বদলি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, যদিও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। এদিন আবার বিচারপতি বিশ্বজিৎ বসুর মুখেও উঠে এলো রাজ্যে শিক্ষক বদলিতে দুর্নীতির কথা। উল্লেখ্য, স্কুলে শিক্ষকের অভাবে সমস্যায় পড়েছে বহু স্কুল কতৃপক্ষ, তার মধ্যে বিশেষ করে রয়েছে গ্রামের স্কুলগুলি। কারণ অনেক শিক্ষক বদলি নিয়ে শহরের দিকে চলে যাচ্ছেন। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, “এই ভাবে পড়ুয়াদের কথা না ভেবে কীভাবে শিক্ষকদের বদলি ঘটছে? এখানেও কি তাহলে দুর্নীতি চলছে?”  



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি শিক্ষা
Related News