Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

পদ্মভূষণ পাবেন সুন্দর পিচাই।পাশাপাশি তার নামে দায়ের করা হয়েছে এফ্ আই আর ও

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

এবারের পদ্মভূষণ পুরস্কার পেতে চলেছেন বহু গুনিমানি ব্যক্তিরা। আর সেই গুণী ব্যক্তিদের তালিকায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নিবাসী মাইক্রোসফট এর সিইও সত্য নাদেলা ।ভারতের কোভীড এর টিকা উৎপাদনকারী দুটি সংস্থাও এই সম্মানে ভূষিত হয়েছে। এছাড়াও এই পুরস্কার পাওয়ার তালিকায় রয়েছেন গুগল ও অ্যালফাবেট এর সিইও সুন্দর পিচাই।ব্যাবসা ও শিল্প বিভাগে সুন্দরের অবদান এর জন্য তিনি এই সম্মান পাচ্ছেন।গতকাল আমেরিকার সান ফ্রান্সিসকো তে সুন্দর পিচাই এর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।সম্মান টি তার হাতে তুলে দেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিত সিং সান্ধু।সেখানে সুন্দর তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই সম্মান গ্রহণ করেন।তরণজিত বলেন," সুন্দরের যাত্রা অনুপ্রেরণামূলক।উদ্ভাবনী শক্তিতে ভারতীয় প্রতিভার এক উজ্জ্বল প্রকাশ তিনি।"পিচাই বলেন," ভারত আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।যেখানেই যাই এই দেশ আমার বুকে থাকে।আমি ভাগ্যবান যে এমন একটা পরিবারে জন্মেছি যেখানে শিক্ষার ওপর আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। আমি আমার বাবা মা এ র প্রতি কৃতজ্ঞ।"
পুরস্কার পাওয়ার পাশাপাশি সুন্দর পিচাই এর নামে থানায় একটি এফ্ আই আর দায়ের করা হয়েছে।ঠিক কি কারণে করা হয়েছে এই এফ্ আই আর ? জানা যাচ্ছে,বলিউড এর পরিচালক ও প্রযোজক সুনীল দর্শন এই এফ্ আই আর টি দায়ের করেছেন MIDC পুলিশ স্টেশন e আদালতের নির্দেশ মেনে।অভিযোগ দায়ের করা হয়েছে সুন্দর পিচাই সহ আরো ৫ জন গুগল এর কর্মীর বিরুদ্ধে।সুনীল এর দাবি তিনি তার ২০১৭ সালে মুক্তি পাওয়া সিনেমা ,' এক হাসিনা থি,এক দিওয়ানা থা ' এর কপিরাইট কাউকে দেননি।তবুও তার অনুমতি ছাড়াই গুগল এর অধীনস্থ ইউটিউব এ এই সিনেমা টি দেখানো হচ্ছে।এর থেকে তারা বেশ কিছু পরিমাণ অর্থ উপার্জন ও করছে।তাই এই ব্যাপার নিয়ে আগেই সুনীল অভিযোগ জানিয়েছিলেন।কিন্তু গুগল থেকে তখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি।তাই তিনি এই মামলা করতে বাধ্য হন।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News