Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মুখ্যমন্ত্রীর পাঠানো বড়দিনের উপহার পেয়ে উৎফুল্ল টাকি ভবনাথ বয়েস

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই টাকি ভবনাথ বয়েজ স্কুলের প্রায় ৪০০ জন ছাত্রের জন্য এল চকলেট, কেক, ফুল ও মিষ্টি দেওয়া হয়েছে।কিছুদিন আগেই বসিরহাট সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার টাকি থেকে কলকাতায় ফেরেন তিনি। মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে যাওয়ার আগে টাকি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের টাকি ভবনাথ বয়েজ স্কুলের প্রত্যেক পড়ুয়াকে শুভেচ্ছা বিনিময় করেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়দিনের উপহার পেল টাকির ওই স্কুলের পড়ুয়ারা। টাকি ভবনাথ বয়েজ স্কুলের ৪০০ জন ছাত্রের জন্য বড়দিনের উপহার হিসেবে এল চকলেট, কেক, ফুল ও মিষ্টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই উপহার পাঠানোর ব্যবস্থা হয়েছে বলে জানা গেছে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়দিনের উপহার এল পড়ুয়াদের হাতে টাকির স্কুলের বাইরে উপহার বিলি কিছুদিন আগেই বসিরহাট সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার টাকি থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে যাওয়ার আগে টাকি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের টাকি ভবনাথ বয়েজ স্কুলের পড়ুয়ারা রাস্তার দুই ধারে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন।গাড়ির মধ্যে থেকেই সেই সময় পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস কে, অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজি ও টাকি পৌরসভার অন্যান্য কাউন্সিলরা এদিন সেই উপহার তুলে দেন পড়ুয়াদের হাতে। পড়ুয়ারা আজ যখন স্কুলের গেট দিয়ে ঢুকছিলেন, সেই সময় স্কুল গেটের সামনেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় সামান্য কিছু উপহার। বড়দিনের আগেই এমন উপহার পেয়ে রীতিমতো খুশি পড়ুয়ারা। টাকি পুরসভার উপ পৌরপ্রধান ফারুক গাজি জানান, “মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন। কিন্তু পরীক্ষার জন্য স্কুলের ভিতরে জেতে পারেননি। সেই কারণে কিছু মিষ্টি, ফুল, লজেন্স দেওয়ার কথা বলে গিয়েছিলেন। আমরা সেগুলি এদিন স্কুলের পড়ুয়াদের দিই।” সান্টা ক্লসের উপহার পেয়ে বাচ্চারা যেরকম খুশি হয় ঠিক তেমনি মুখ্যমন্ত্রীর পাঠানো চকোলেট, মিষ্টি হাতে পেতেই মুখে হাসি তাঁদের।তারা বলছে, কেউ আগে এমনভাবে দেয়নি, উনি দিলেন। প্রসঙ্গত, ছোটদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কথা নতুন নয়। অতীতেও বিভিন্ন সময়ে ছোটদের আবদার পূরণ করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি নেতাজি ইনডোরে এক অনুষ্ঠানে পড়ুয়াদের আবদারে তাঁদের সঙ্গে ছবি তুলেছিলেন।এবার টাকি থেকে ফেরার পর সেখানকার স্কুল পড়ুয়াদের জন্য উপহার পাঠালেন তিনি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News