#Pravati Sangbad Digital Desk:
আবারও ফিরে দেখার পালা পুরনো সিনেমার। এবার পুরনো সিনেমা পুরনো দামে চলবে হলে। টলিউডের বহু তারকাদের বিখ্যাত সিনেমাগুলি মাত্র ৫০ টাকায় দেখতে পাওয়া যাবে বড় পর্দায়। ২ রা ডিসেম্বর অর্থাৎ শুক্রবার এসভিএফ সিনেমা-এ দেখানো হল 'দুই পৃথিবী'।
দেব, মিমি, কোয়েল থেকে শুরু করে শুভশ্রী, জিৎ, সোহম সকলের বিখ্যাত কিছু পুরনো সিনেমা পুনরায় দেখার সুযোগ এলো হলে বসে। প্রতিদিন একটা করে সিনেমা দেখানো হবে এসভিএফ-এর প্রেক্ষাগৃহে। ৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার, 'পরাণ যায় জ্বলিয়া রে' দেখানো হবে এসভিএফ সিনেমা-এ। প্রথম দিকে এইসব সিনেমা দর্শকরা ৫০ টাকার টিকিটেও দেখেছেন। তবে বর্তমান যুগে যে কোনো মাল্টিপ্লেক্সে টিকিটের দাম শুরুই হয় ১৫০ টাকা থেকে। কিন্তু পুরনো কিছু ছবির জন্য টিকিটের দাম করা হলো ৫০।
৪ ঠা ডিসেম্বর অর্থাৎ রবিবার সিনেমাপ্রেমীদের জন্য আসছে হাসি - মজায় - অ্যাকশনে ভরা সিনেমা ' আওয়ারা'। সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছেন জিত ও সায়ন্তিকা। এছাড়াও দেখা যাবে বিশ্বনাথ , তুলিকা বসুর মতো বহু প্রবীণ অভিনেতাদেরও। পুরনো দিনের ছবি পুরনো দামেই দেখার সুযোগ করে দিল এসভিএফ সিনেমা।
৫ ই ডিসেম্বর অর্থাৎ সোমবার, সিনেমাহলে দেখা যাবে সোহম- মিমি , আবির - পায়েল অভিনীত 'বোঝেনা সে বোঝেনা'। ২০১২ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি এক আলাদা মাত্রা এনে দিয়েছিল বাংলা সিনেমা জগতে। অরিজিৎ সিং এর সুরে মেতে উঠেছিল গোটা সিনেমা জগত। বক্স অফিসে বেশ সারা ফেলেছিল এই ছবিটি।
৬ ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার 'চিরদিনই তুমি যে আমার' দেখা যাবে আবারও বড়ো পর্দায়। ২০০৮ এ মুক্তি পাওয়া এই ছবিটি এখনো মানুষের কাছে জনপ্রিয় হয়ে আছে। ছবিতে অভিনয় করেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। তাদের প্রেম কাহিনী নিয়ে তৈরি এই ছবিটি সেকালের এক জনপ্রিয় ছবির মধ্যে অন্যতম।
৭ ই ডিসম্বর অর্থাৎ বুধবার সোহম- পায়েলের অভিনীত 'প্রেম আমার' চলবে সিনেমাহলে। রাজ চক্রবর্তীর পরিচালিত এক মিষ্টি অসমাপ্ত প্রেমের গল্প মন জয় করেছিল সকল মানুষের।
৮ ই ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দেব - শুভশ্রীর 'চ্যালেঞ্জ' দেখানো হবে এসভিএফ সিনেমাস-এ। টিকিট মাত্র ৫০ টাকা। এই জুটির ভক্তদের কাছে এটা অত্যন্ত সুখবর। আবারও তাঁরা মাত্র ৫০ টাকার টিকিট কেটে এই জুটিকে দেখতে পাবেন।
বিভিন্ন এলাকাই এই সাত দিন ধরে চলবে সিনেমা উৎসব। পুরুলিয়া, কৃষ্ণনগর, নরেন্দ্রপুর, বারুইপুর, উদয়ন, জলপাইগুড়ি, কোচবিহার, কালনা, রায়গঞ্জ, দুর্গাপুর, হলদিয়া, চুঁচুড়ার মতো একাধিক জায়গায় রয়েছে এসভিএফ সিনেমাস।