Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বাড়ানো হলো দুয়ারে সরকারের কর্মসূচির সময়সীমা

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০২০ সালের ১ লা ডিসেম্বর থেকে হয়ে আসা দুয়ারে সরকার প্রকল্পের পঞ্চম পর্ব টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।গত ১ লা নভেম্বর ,২০২২,মঙ্গলবার থেকে চলছে এই প্রকল্পের কাজ।সাথে সাথেই শুরু হয়েছে পাড়ায় সমাধান ক্যাম্প ও।কৃষিজমির মিউটেশন,রুপশ্রী,কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী ,কৃষক বন্ধু,মৎসজীবী ক্রেডিট কার্ড,স্টুডেন্ট ক্রেডিট কার্ড,লোক্ষীর ভান্ডার, পাটার আবেদন,তফসিলি বন্ধু ,ঐক্যশ্রি,খাদ্য সাথী, শিক্ষাশ্রী ,তপসিলি জাতি/ উপজাতি/ও বি সি সার্টিফিকেট প্রদান,মানবিক,প্রতিবন্ধকতা সংসাপত্র,সহ মোট ২৭ টি পরিষেবা নিয়ে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ।প্রকল্পটি চলার কথা ছিল ১-৩০ এ নভেম্বর পর্যন্ত।ডিসেম্বর এর মধ্যেই প্রাপ্ত আবেদন গুলির বিহিত করার কথা ও ছিল।তবে এই প্রকল্পের সময় বর্ধিত করা হয়েছে।প্রকল্প এর কাজ চলবে বছরের শেষ অর্থাৎ ৩১ এ ডিসেম্বর পর্যন্ত।প্রাপ্ত আবেদনগুলোর বিহিত তারপর করা হবে।আবেদন এর ফর্ম পাওয়া যাবে ক্যাম্প থেকেই একেবারে বিনামূল্যে ।তবে ক্যাম্প এর বাইরে থেকে প্রাপ্ত কোনো ফর্ম গ্রহণ করা হবেনা।তাই সবাই কে সতর্ক করা হচ্ছে যেনো ক্যাম্প এর বাইরে থেকে কেউ কোনো ফর্ম গ্রহণ না করে।আঞ্চলিক স্তরে পরিষেবা ও পরিকাঠামোর ঘাটতি পূরণ ই হলো এই ক্যাম্প এর উদ্দেশ্য। এরফলে সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন পরিষেবা এর কোথায় কি ঘাটতি রয়েছে সেগুলি ও পূরণ করা সম্ভব হবে। বিনামূল্যে সমস্ত সরকারি পরিষেবা পেতে আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন।অথবা লগ অন করুন, www. bsk.wb.gov.in এ।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News