Flash News
Tuesday, September 23, 2025

ঝালিয়ে নিন টেট পরীক্ষার যাবতীয় খুঁটিনাটি

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

যারা প্রাথমিক স্কুলে শিক্ষকতার জন্য প্রাথমিক পর্যায়ে টেট(TET)দিচ্ছেন, তাঁরা  ইতিমধ্যেই  পরীক্ষা সংক্রান্ত নানান নিয়মকানুন  জেনে গিয়েছেন।  ইতিমধ্যে এডমিট কার্ড  ডাউনলোড করা যাচ্ছে ।আগামী ১১ ডিসেম্বর রবিবার। পরিচালনায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সবরকম দিক থেকেই চলছে ব্যবস্থা গ্রহণ। এর আগেই পরীক্ষার্থীদের উদ্দেশ্য পাঠানো হয়েছিল বিস্তারিত গাইডলাইন। তাতে একাধিক নিয়মাবলীর উল্লেখ করা হয়। জানানো   হয়েছিল পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডেও উল্লেখ থাকবে নির্দেশাবলীর সেই মতো  অ্যাডমিট কার্ডেও নিয়মাবলী নির্দেশিকা দেওয়া হয়েছে। ।পরীক্ষার্থীরা সেইসব নিয়ম লংঘন করলে পরীক্ষা বাতিল হতে পারে এমনটাও জানানো হয়েছে৷
পরীক্ষার আগে আরও একবার ঝালিয়ে  নিন ডিসেম্বর মাসের  ১১ তারিখের  টেট  সংক্রান্ত কিছু নিয়ম-নীতি।
 • প্রাইমারি টেট পরীক্ষা চলবে ডিসেম্বরের ১১ তারিখ দুপুর বারোটা থেকে আড়াইটে পর্যন্ত।পর্ষদের তরফে জানানো হয়েছে পরীক্ষা শুরুর অন্তত দুই ঘন্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌছতে হবে পরীক্ষার্থীদের।
•ছাত্রছাত্রীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড (Admit card) এবং একটি পরিচয় পত্র নিয়েই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন।
•পরীক্ষাকেন্দ্রে পৌছনোর পর পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন হবে। যাতে কোনও ভুয়ো পরীক্ষার্থী টেট পরীক্ষাকেন্দ্রে প্রবেশ না করতে পারে।
• টেটের নয়া সিদ্ধান্ত অনুসারে জানানো হয়েছিল টেট পরীক্ষাকেন্দ্রে ব্যবহৃত হবে মেটাল ডিটেক্টর।সানগ্লাস, হাতের ব্যাগ, সোনার গয়না নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে।
• কোনরকম ইলেকট্রিক ডিভাইস যেমন মোবাইল, ঘড়ি, ক্যামেরা, ইয়ারফোন ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না।
•পরীক্ষার হলে কোনোওপ্রকার খাদ্যদ্রব্য বহন করে নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা।
• ব্যাগ, পেন্সিল বক্স, কাগজ ইত্যাদি বস্তুসমূহ পরীক্ষাকেন্দ্রের বাইরে রেখেই প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের।
•হলে বসে ধূমপান করা বা তামাক চিবনো যাবে না।
•পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্র থেকে বেরোতে পারবেন না পরীক্ষার্থীরা।পরীক্ষা চলাকালীন পরীক্ষার হল থেকে বাইরে বেরোতে হলে ইনভিজিলেটারের অনুমতি নিতে হবে।
•সমস্ত পরীক্ষাকেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারিতে মোড়া হবে। অতএব পরীক্ষা চলাকালীন সিসিটিভি নজরদারির অধীনে থাকবেন পরীক্ষার্থীরা।
পর্ষদ প্রদত্ত তথ্য এবং নির্দেশিকা অনুযায়ী, টেট-এর প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ। প্রতি প্রশ্নের পূর্ণমান  ১ নম্বরের। বিকল্প থাকবে ৪টি করে।  আড়াই ঘন্টার পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে থাকবে প্রশ্ন। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।পূর্ণমান ১৫০ নম্বরের মধ্যে কোনও পরীক্ষার্থী ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেলে টেট উত্তীর্ণ হবেন।  SC, ST, OBC-A, OBC-B, PH, EC, এক্স-সার্ভিসমেন এবং DH ক্যাটেগরির পরীক্ষার্থীদের জন্য ৫ শতাংশ ছাড় থাকছে। অর্থাৎ এক্ষেত্রে  টেট উত্তীর্ণ হতে তাঁদের ৬০ শতাংশ নম্বর না পেলেও চলবে।  
এবার দেখে নিন, কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে এবারের প্রাইমারি টেট-এ। 
A, B, C, D, E - মোট পাঁচটি বিষয় থেকে প্রশ্ন আসবে টেট-এ। 
A - চাইল্ড ডেভলপমেন্ট ও পেডাগগি 
B - প্রথম ভাষা (বাংলা/হিন্দি/ওড়িয়া/তেলুগু/নেপালি/সাঁওতালি/উর্দু)
C - দ্বিতীয় ভাষা (ইংরেজি)
D - অঙ্ক
E - পরিবেশ বিদ্যা
উপরিউক্ত প্রতিটি বিষয় থেকে প্রশ্ন থাকবে ৩০ নম্বরের। অর্থাৎ মাল্টিপল চয়েজ় প্রশ্ন থাকবে ৩০টি।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News