Flash News
Tuesday, September 23, 2025

রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার নিয়ে বড় ঘোষণা

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

রাজ্য সরকারের পক্ষ থেকে "দুয়ারে সরকার" নিয়ে  বড় ঘোষণা

রাজ্য সরকার  এবার দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত নিল।  ১ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছিল দুয়ারে সরকার পরিষেবা। রাজ্য সরকার জানিয়েছিল, এই কর্মসূচির শেষ দিন বুধবার অর্থাৎ ৩০ নভেম্বর । তবে 'দুয়ারে সরকার'-এ ব্যাপক সাড়া মেলার পর এর মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। রাজ্য সরকার বিবৃতি দিয়ে জানিয়ে দিল, শেষ নয়, আরও পাঁচ দিন অর্থাৎ ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের শিবির হবে।কিন্তু শেষদিনেই এল সুখবর,এবার যে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে। তার অধীনে ২টি অতিরিক্ত পরিষেবা চালু হয়েছে। 

রেশন কার্ড , স্বাস্থ্য সাথী এবং বিভিন্ন সরকারি ভাতার সুবিধা পেতে দৌড়তে হয় অফিসগুলোতে। সব সময় মেলে না সুযোগ সুবিধা। কখনও কখনও আধিকারিক কিংবা কর্মীদের হেনস্তার শিকার  হতে হয় সাধারণ মানুষকে। তাই আমজনতার আরও কাছে পৌঁছতে, জনসংযোগ বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন। এক্ষেত্রে সরকার নিজে হাজির হয় মানুষের কাছে। বিভিন্ন ধরনের পরিষেবা পাওয়া যায় একই জায়গায়। আলাদা আলাদা অফিসে দৌড়তে হয় না। 

এবার দুয়ারে সরকার শুরু হয়েছিল ১ নভেম্বর৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চালানোর কথা ছিল।গত ১ নভেম্বর থেকেই 'দুয়ারে সরকার'-এর পাশাপাশি পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হয়েছিল। তার মেয়াদও ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।


শেষ দিনে  অর্থাৎ গতকাল  জেলাশাসক, বিডিও ও জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে রাজ্য প্রশাসন। সেই বৈঠকে  সভাপতিত্ব করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তিনি বৈঠকে জানিয়ে দেন সমস্ত জেলাশাসক, বিডিও ও স্বাস্থ্য কর্তাদের। বৈঠকে জানানো হয়, এবার দুয়ারে সরকারের কর্মসূচি পাঁচদিন বাড়ানো হচ্ছে।

মুখ্যসচিব নবান্ন থেকে দেওয়া নির্দেশিকা জারি করে তা জানিয়েছেন। ভার্চুয়াল বৈঠকেও তিনি জানিয়ে দিয়েছিলেন মন্ত্রিসভার বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত মোতাবেক পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়তি পাঁচদিন দুয়ারে সরকার পরিষেবা প্রদান করা হচ্ছে।

  যোগ হয়েছে নতুন দুটি পরিষেবাও।এক,পাট্টার জন্য আবেদনের সুযোগ পাচ্ছেন ভূমিহীনরা। দুই, বিদ্যুতের বকেয়া বিলে শর্তসাপেক্ষে মিলছে ৫০ শতাংশ ছাড়।নতুন বিদ্যুৎ সংযোগের আবেদনও করা যাবে আগামী পাঁচদিন। এককালীন টাকা দিলে মিলতে পারে ৫০ শতাংশ ছাড়।     

তৃণমূল রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই নিয়ে পঞ্চমবার বসল রাজ্য সরকারের দুয়ারে সরকার।আগামী বছরের গোড়াতেই পঞ্চায়েত নির্বাচন। এখন বেশি করে গ্রামবাংলার মানুষের কাছে পৌঁছতে চায় তৃণমূল সরকার। সেই লক্ষ্যে দুয়ারে সরকার প্রকল্প।


 প্রসঙ্গত ,আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেয়েছে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প।ইউনিসেফ বিশ্বজুড়ে শিশুদের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, শিশুদের বিকাশ ইত্যাদি নিয়ে কাজ করে চলেছে। গত মঙ্গলবার বারাসত দু’নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার প্রকল্প পরিদর্শন করেন ইউনিসেফের মুখ্য আধিকারিক হু হে বান। রাজ্যের কাজে মুগ্ধ তাঁরা। দুয়ারে সরকার কর্মসূচি নজর কেড়েছে ইউনিসেফের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উন্নয়ন প্রশাসন
Related News