Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

সভা মঞ্চে শীতবস্ত্র বিলির আগাম কোন নির্দেশিকা ছিল না, শুরু রাজনৈতিক তরজা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি হিঙ্গলগঞ্জ গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই সাথে ছিল জেলা সফর। কিন্তু সভা মঞ্চে হঠাৎ করেই কেমন যেন সবকিছু উলটপালট হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছিলেন বিডিও। সভা মঞ্চে বক্তব্য রাখতে রাখতে মুখ্যমন্ত্রী বলেন সভা থেকেই শীতবস্ত্র বিতরণ করবো। তারপরেই যা ঘটেছে তা আমাদের সকলের জানা। তবে এবার সেই সরকারি নির্দেশিকা নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী চাপানউতোর।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার অতিরিক্ত জেলা শাসক যে সরকারি নির্দেশিকায় সই করেছিলেন তাতে বলা আছে মুখ্যমন্ত্রী তিন দিনের সফরে পাঁচটি ব্লক থেকে ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ করবেন। অর্থাৎ সরকারি পরিষেবা প্রদান মঞ্চে যে শীতবস্ত্র প্রদানের আগাম কোন নির্দেশিকা ছিল না তা স্পষ্ট। এই নির্দেশিকা সামনে আসতেই তৃণমূলকে শুলে চড়িয়েছে রাজ্য বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, “সবই নাটক। সকলের সামনে নিজের গরিব দরদী ভাবমূর্তি ফুটিয়ে তুলতেই এমন কাজ করেছেন মুখ্যমন্ত্রী”। অন্যদিকে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুজন  চক্রবর্তী বক্তব্য, “ওই সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে শীতবস্ত্র বিলির আগাম কোন নির্দেশিকা ছিল না। আমলাদের সাধুবাদ জানাতে হয় যারা ৩৭ কিলোমিটার দূর থেকে তড়িঘড়ি করে শীতবস্ত্র নিয়ে এসেছেন”।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক রাজ্য
Related News