Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ফের চালু হল দুয়ারে রেশন প্রকল্প

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk :

দুয়ারে সরকার প্রকল্প যার মাধ্যমে আমরা এতদিন ধরে একাধিক সুবিধা পাচ্ছি। কিন্তু এই দুয়ার সরকারের পরেই চালু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প যার মাধ্যমে নাকি মানুষের দুয়ারে পৌঁছে যাবে রেশন সামগ্রী। কি ভাবছেন ?ঘরের দুয়ারে রেশন? না দুয়ারে রেশন প্রকল্প হলো এমন একটি প্রকল্প যেখানে প্রতি গ্রামের একটু নির্দিষ্ট জায়গা বেছে নেওয়া হয় এবং সেই জায়গা থেকে মানুষ রেশন সামগ্রী সংগ্রহ করে। কিন্তু এর বিরুদ্ধে দাবি তুলেছেন রেশন ডিলাররা,সেই জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে এই দুয়ারে রেশন প্রকল্প। কলকাতা হাইকোর্ট জানাচ্ছে এই প্রকল্প নাকি অবৈধ।সেই কারণেই কি আবার থমকে গেলো দুয়ারে রেশন প্রকল্প?কিন্তু তা আর মানলো কোথায় রাজ্যসরকার? হাইকোর্টের এই সিদ্ধান্ত মেনে না নিয়ে সুপ্রিম কোর্টে গেলো রাজ্য সরকার,কি হলো এর পর? তাহলে কি আবার চালু হলো দুয়ারে রেশন প্রকল্প? হ্যা সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজ্যে নবান্ন আবারও তৎপর হলো দুয়ারে আসন প্রকল্পে। সুপ্রিমকোর্ট জানায় এই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্য স্থিতাবস্থা যেন বজায় থাকে। সুতরাং দুয়ারের আসান প্রকল্পে এখন আর কোনো বাধা নেই পরবর্তী শুনানি পর্যন্ত একই রকম ভাবে চলতে থাকবে এই দুয়ারে রেশন প্রকল্প।

করোনা আবহের সময় মানুষ যখন ঘরবন্দী ছিল ঠিক সেই সময়ে রাজ্য সরকার চালু করেছিল দুয়ারে রেশন প্রকল্প যেখানে মানুষ বাড়ির খুব কাছাকাছি রেশন সামগ্রী সংগ্রহ করে নিতে পারবে। কিন্তু রেশন ডিলারদের মামলায় এই প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এই প্রকল্প তিনি চালু রাখবেন।এবার সুপ্রিম রায় নিয়েই রাজ্যে ফের চালু হল দুয়ারে রেশন প্রকল্প। এখনো পর্যন্ত অনেকেই অভিযোগ জানাচ্ছেন তাদের নিকটবর্তী এলাকায় নাকি দুয়ারের আসন মিলছে না হ্যাঁ এতদিন বন্ধ থাকায় না মেলারই কথা কিন্তু তাদেরকে জানাবো নতুন করে সুপ্রিম কোর্টের রায় মেনে আবার চালু হলো এই প্রকল্প। তাই পরবর্তীতে আপনারা আবারও দুয়ারে পেয়ে যাবেন রেশন সামগ্রী। তাই সকল রাজ্যবাসীকে জানাবো আপনারা আবারও পেয়ে যাবেন দুয়ারে রেশন প্রকল্প তাই আর চিন্তা নয় নিজের এলাকা থেকেই সংগ্রহ করুন রেশন সামগ্রী। সুপ্রিম কোর্টের রায় মেনে এখন এই প্রকল্প চালু রাখতে কোন আইনি বাধা নেই তাই আপাতত চলতে থাকবে এই প্রকল্প।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News