Flash News
Monday, September 22, 2025

গোল শূন্য একটি অসাধারণ ম্যাচ দেখালো জামশেদপুর ও বেঙ্গালুুর

banner

journalist Name : Tamojoy Shrimany

#Pravati Sangbad Digital Desk:

       গতকাল একটি অসাধারন গোল শূন্য ম্যাচের সাক্ষী থাকলো গোয়ার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম, কাল খেলা ছিল জামশেদপুর এফসি ও বেঙ্গালুরু এফসির মধ্যে। গোল ছাড়াও যে একটি ম্যাচ কতটা উত্তেজনাপূর্ণ হতে পারে তা কালকের ম্যাচটা না দেখলে বোঝা যাবে না, দুই দলের খেলোয়াড়রা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে খেলেছিল, কিন্তু দিন শেষে দুই দলকে ১-১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো।
        আজ শুরু থেকেই জামশেদপুর এফসি সমস্ত খেলোয়াড়রা তাদের অসাধারণ খেলার মাধ্যমে মন কেড়েছিল ফুটবল প্রেমীদের, কাল ওয়েন কোল তার দলকে ৪-২-৩-১ ছকে সাজিয়ে ছিল, তাদের দলের যে সব খেলোয়াড়রা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে খেলেছেন তাদের নাম না নিলেই নয়, অ্যালেক্স, জর্ডান মুরে, গ্রেগ স্টেওয়ার্ট, আন্ডার ১৯ ফুটবল বিশ্বকাপে খেলা কোমল ঠাঠাল এবং ডিফেন্ডার হার্টলি, রেন্থেলি। ম্যাচের প্রথম থেকেই ভাস্কিচ, কোমল ঠাঠালরা মাঠের বাম দিকটা এতটাই সচল রেখেছিল ও খেলাটিকে অত্যন্ত দৃষ্টি নন্দন গেয়েছে।
           ব্যাঙ্গালোর এফসির কোচ মার্কো পেজ্জাইউলিও তার তার দলকে ৪-২-৩-১ ছকে সাজিয়েছিল, তাদের দলে ডিফেন্সে ছিল আলেন, অজিত কুমার মিডফিল্ডে ছিলেন উদান্ত সিং, ইবারা, এডগার ও আক্রমণে ছিলেন সেলিটন সিলভা ও পরিবর্তীত হয়ে আসা সুনীল ছেত্রী।

            প্রথমার্ধে ব্যাঙ্গালোর ও জামশেদপুর খেলার শুরু থেকেই আক্রমণাত্মক এবং কাউন্টার অ্যাটাক এর উপর নির্ভরশীল খেলা খেলছিল, জামশেদপুর খেলার শুরুতেই মুহুর্মুহ কাউন্টার অ্যাটাক করে যাচ্ছিল ব্যাঙ্গালোর এর গোল মুখে, জামশেদপুরের কোমল ঠাটাল, অ্যালেক্স, গ্রেগ স্টেওয়ার্টরা বারংবার লং বল কাউন্টার অ্যাটাক করছিল। আর ব্যাঙ্গালোরের ডিফেন্ডার ও তাদের গোল কিপার গুরু প্রীত সিং সান্ধু ছিলেন বলে কোনও গোল খায় নি। প্রথমার্ধে জামশেদপুরের বল পজিশন পাসিং অত্যন্ত ভালো ছিল এবং এভাবেই প্রথমার্ধ শেষ হয়।
           দ্বিতীয়ার্ধে ব্যাঙ্গালোর খেলায় ফিরে আসে, এবং তারা প্রেসিং করা শুরু করে, তারা দ্বিতীয়ার্ধে অনেকগুলি কর্নার অনেক ফ্রি কিক পায়, তার সাথে সাথে তাদের মিডফিল্ডাররা উদান্তা সিং, ইবারা ও এডগাররা অনেক গুলি দৃষ্টিনন্দন পাস, থ্রু বল তাদের আক্রমণভাগে প্লেয়ারের কাছে পৌঁছে দেয় কিন্তু, তাদের সেলিটন সিলভা গোল দিতে পারেননি। তারপরে দুই দলের কোচরা অনেকগুলি পরিবর্তন করেন, যাতে তাদের দল গোলের মুখ দেখে, কিন্তু কোন পরিবর্তনই কাল কাজে আসেনি, সবশেষে ম্যাচ টি ০-০ গোলে ড্র হয়।

           গতকালের ম্যাচ এরপর আইএসএল এর লিগ টেবিলে জামশেদপুর ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ও ব্যাঙ্গালোর এফসি ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ১০ তম স্থানে অবস্থান করছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল খেলা আজকের দিনে
Related News