#Pravati Sangbad Digital Desk:
আগামী ১২ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গতকাল এমনটাই নির্দেশ দিল আলিপুর আদালতের বিচারপতি রানা দাম। গতকাল রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়সহ আরও ৬ জনের জেল হেফাজতের শেষ দিন ছিল। সেই কারণে সকালে প্রেসিডেন্সি জেল থেকে বের করে আলিপুর আদালতে নিয়ে আসা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীসহ সুবিরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, এসপি সিনহা, কল্যাণময়য় গঙ্গোপাধ্যায় সকলকেই। তাঁদের আইনজীবীরা জামিনের জন্য বরাবরের মতো এবারও চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও বিশেষ লাভ হল না। আবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এদিন পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী বলেন, “সিবিআই কিছুই প্রমাণ করতে পাড়ছে না। তাঁদের হাতে কোন প্রমাণ নেই। আমার মক্কেলকে শুধু শুধু আটকে রাখা হয়েছে। তাঁকে যেকোনো শর্তে জামিন দেওয়া হোক”। অন্যদিকে সিবিআই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগের মাস্টার মাইন্ড বলে দাবি করেছে। এদিন সিবিআই আইনজীবীদের যুক্তি, “তাঁদের জামিন দেওয়া হলে প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে। তাঁরা সাক্ষিদের ভয় দেখাতে পারেন, ব্যবহার করতে পারেন তাঁদের প্রভাবশালী তকমা”। ঠিক এই কারণেই আবারও একবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করলো আলিপুর আদালত।