Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

অভিনয়ে - ঋষভ বসু,ইপ্সিতা মুখোপাধ্যায়,অভিজিৎ গুহ, মানসী নাথ, ভদ্রা বসু ও রেশমি সেন
পরিচালনায়- সম্রাট শর্মা 
 উত্তম-সুচিত্রার পর  টলিউডের আরো দুজন জনপ্রিয় জুটি  প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রিতে মুগ্ধ বাংলার সকল দর্শক। ৯০-এর দশকে ভারতীয় বাংলা ছবির জগতে দুই উজ্জ্বল নক্ষত্র- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলার সর্বাধিক জনপ্রিয় এবং আলোচিত জুটি তারা। একসঙ্গে ৪৯টি সুপারহিট ছবি করেছেন। গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল তাদের বিয়ের খবর । বিয়ের দিনও নাকি ঠিক হয়ে গিয়েছে, কিন্তু হল না কেনো বিয়ে? তবে তাদের বিয়ে না হলেও বিয়ে হল ঋষভ ও ইপ্সিতার। তাহলে এবার খোলসা  করেই  বলি, বড় পর্দায় ২৫শে নভেম্বর চার হাত এক হল ঈপ্সিতা ও  ঋষভের। এই ছবিটির পরিচালনা করেছেন সম্রাট শর্মা। গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। সদ্য মুক্তি পাওয়া ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ বেশ সাড়া ফেলেছে কলকাতাবাসীর মাঝে। সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ দর্শক থেকে সমালোচক সবাই। এমনিতেই পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণার রোমান্টিক রসায়ন দর্শকের মনে একটা ইমেজ তৈরি করে রেখেছে। আসলে সিনেমাটির নায়ক ও নায়িকার নাম প্রসেনজিৎ আর ঋতুপর্ণা।

এবার আসি  ছবির গল্পে, ছোটবেলায় সেনগুপ্ত পরিবারে জন্মানোর পর ঠাকুমার ইচ্ছেতে নাম রাখা হয় ঋতুপর্ণা। দিন বদলায়, ঋতু যত বড় হয় তত বেশি করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভক্ত হয়ে ওঠে। বারবার বিয়ের সম্বন্ধ এলেও ঋতুপর্ণা নাকচ করে দেয়। অবশেষে ঠাকুমার জোরাজুরিতে সে রাজি হয় বিয়েতে । শর্ত একটাই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামক কোনও ছেলেকেই সে বিয়ে করবে। এমনকি তার ডাকনামও বুম্বা হতে হবে। অন্যদিকে ভাগ্যের ফেরে এই নামের একটি ছেলের খোঁজ পাওয়া যায়। এই প্রসেনজিৎ শান্ত, ধীর, স্থির, ব্যাঙ্কে কর্মরত। এরপর দু’জনের বিয়ে হয়।তবে  নায়ক  প্রসেনজিতের প্রতি  স্ত্রীর ভালো লাগার কথা জেনে সে বাসর রাতেই প্রতিজ্ঞা করে, যে করেই হোক নায়ক প্রসেনজিতের সঙ্গে স্ত্রীর দেখা করিয়ে দেবে।ব্যস, এরপর থেকে চিত্রনাট্য এগোতে থাকে নানান হাসি, মজা, আনন্দ, ক্ষণিক বিষাদ মুহূর্তের মধ্য দিয়ে। এক টিভি চ্যানেলের সাত পাকে বাঁধা নামের এক অনুষ্ঠানে দুজন হাজির হয় খোদ প্রসেনজিতের সামনে–সেটা নিয়েই দুই ঘণ্টার এক চমৎকার গল্প হাজির করেছেন পরিচালক।এই ছবিটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে নিবেদন  করা হয়েছে। এবার  নায়ক-নায়িকার জুটি হিসেবে নয়, দুজনে একসঙ্গে এগিয়ে এলেন প্রযোজনায়। প্রধান চরিত্রে ঋষভ বসু ও ইপ্সিতা মুখোপাধ্যায় জমিয়ে অভিনয় করেছেন। তাঁদের সঙ্গে সমান তালে হাসির জোগান দিয়েছেন অভিজিৎ গুহ, মানসী নাথ,ভদ্রা বসু ও রেশমি সেন। এই ছবিতে  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত ক্যামিও দুজনে চরিত্রে অভিনয় করেছেন। ছবির মাঝে প্রসেনজিতের ছবির হিট গানের সুরে দেবদীপ – রনজয় – শোভন অন্তত তিনটি গানে নতুনত্ব  নিয়ে এসেছেন, বিশেষ করে “প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা” গানটিতে। পরিচালক  ছবিতে ‘মেলোড্রামা’ এবং ‘রিয়্যালিজ়ম’এর ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র
Related News