# Pravati Sangbad Digital Desk:
মহিলাদের চুল অত্যন্ত সৌন্দর্যের বিষয় হয়ে থাকে। অনেকেই চুল ঠিক রাখার জন্য বাজারে বিক্রি হওয়া বহু পণ্য ব্যাবহার করে থাকে। করো চাই লম্বা চুল, আবার কারো ঘন। এই চুল অত্যন্ত সৌখিন সবার কাছে। তবে চুলের নিষ্প্রাণ ভাব, খুশকি, রুক্ষতা নিয়ে আমরা প্রায়ই বহু সমস্যায় পড়ে থাকি। বিশেষ করে শীতের সময়। কিন্তু তা থেকে চুল রক্ষা করার উপায়ও রয়েছে। আখরোট চুলের জন্য অনেক উপকারী। স্বাস্থ্য ও চুল এই দুই কাজেই আখরোটের গুন অনেক। জেনে নিন চুল ভালো রাখতে আখরোটের গুণাগুণ -
১. চুলের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় :
দেড় কাপ ভেজিটেবল অয়েলে একটি গোটা আখরোট সিদ্ধ করে নিতে হবে। তারপর তেলটি ফিল্টার করে রেখে দিতে হবে। এরপর সারা চুলে মালিশ করে নিতে হবে। এতে দ্রুত চুলের বৃদ্ধি হবে।
২. খুশকি থেকে মুক্তি :
খুশকি দূর করতে গেলে আখরোটের খোসা পিষে নিয়ে তাতে লেবুর রস, মধু ও অ্যালোভেরা মিশিয়ে স্ক্যাল্পে লাগাতে হবে। ৩০ মিনিট রেখে ভাল করে স্ক্র্যাব করে ধুয়ে ফেলতে হবে।
৩. চুলের গোড়া শক্ত করতে :
আখরোট গুঁড়োর সাথে দই মিশিয়ে মাথার ত্বকে লাগানো যেতে পারে। এতে চুলের গোড়ার পুষ্টি বাড়বে। গোড়া থেকে চুল শক্ত হবে।
৪. হেয়ার মাস্ক তৈরির পদ্ধতি :
হেয়ার মাস্ক তৈরি করতে গেলে লাগবে ১০-১২টি আখরোট, ১ কাপ দই, ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ গোলাপ জল। আখরোটকে ১ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে নরম করার জন্য। তারপর তা পিষে নিয়ে দই, লেবুর রস, গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর ভাল করে চুল আঁচড়ে নিয়ে মাথার ত্বকে মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। আধঘণ্টা রেখে ভাল করে শুকিয়ে নিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এরপর হালকা তেলে মালিশ করে নিতে হবে চুলে। এছাড়াও প্রাকৃতিক ভাবে সাদা চুলে রঙ করতে, মাথার ত্বকের যত্ন নিতে, ভালো রক্ত সঞ্চালন করতেও সাহায্য করে আখরোট।