Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বিমানবন্দরে আটক শাহরুখ

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

গতকাল অর্থাৎ শনিবার রাত সাড়ে বারোটায় যখন বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামেন তখন তাকে আটক করা হয় ।সারজায় একটি আন্তর্জাতিক বইমেলার অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখান থেকেই ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার ম্যানেজার পূজা দদলানি, এবং দেহরক্ষী রবিশঙ্কর সিংহ ও সাথে আরও তিনজন ।কিন্তু কি কারনে তাদের আটক করা হয় ? শোনা যাচ্ছে ,সার্জার অনুষ্ঠান শেষ করে গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ মুম্বাই এয়ারপোর্টে এসে টার্মিনাল তিনে নামে তাদের চার্টার ফ্লাইট এবং তারা বাইরে এলে সঙ্গে সঙ্গে ব্যাগের তল্লাশি শুরু করা হয় ।তাদের ছটি ব্যাগের মধ্যে দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় ছটি দামি ঘড়ি, যার বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ ৮৬ হাজার টাকা ।অর্থাৎ প্রায় ১৮ লক্ষ টাকা ।এর ফলে শুল্ক আদায় এর জন্য তাদের আটক করা হয় এবং শাহরুখ খানের দেহরক্ষীকে নিয়ে যাওয়া হয় টার্মিনাল ২ এ। সেখানে রবি এই এয়ার ইন্টেলিজেন্স ইউনিটকে অনুরোধ করে যাতে তাকে আটক রেখে বাকি পাঁচজনকে যেতে দেওয়া হয়। কিন্তু তার কথায় কর্নপাত করেনি শুল্ক অআধিকারীক দপ্তরের লোকেরা ।শেষ পর্যন্ত ১৮ লক্ষ টাকার ঘড়ির জন্য বরাদ্দ শুল্ক জমা দিয়ে ছাড় পান শাহরুখ ও তার সঙ্গীরা। এর জন্য তাদের ৬ লক্ষ ৮৮ হাজার টাকা শুল্ক দিতে হয়। এরপর ভোর রাতের দিকে তারা ছাড়া পান। আবার অনেক সূত্র থেকে জানা যাচ্ছে ,শাহরুখ খানকে আটক করা হয়নি শুধুমাত্র তার দেহরক্ষীর থেকেই টাকা নেওয়া হয়েছে। তবে এর আগে ও বহুবার শাহরুখ খানকে এভাবে আটক হতে হয়েছে ।কখনো আমেরিকা, কখনো নিউইয়র্ক,লস এঞ্জেলস এ। আবার অনেক সময় অনেক ঘটনা নিয়ে ট্রোল ও করা হয়েছে তাকে। বিগত বছরে তার বড় পুত্র আরিয়ান খানকে আটক করা হয়েছিল ড্রাগ পাচার মামলায় ।যদিও পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে ।সংখ্যালঘু বলেই কি বারবার বিপদে পড়তে হয় শাহরুখ খানকে ? প্রশ্নটা থেকেই যায়।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News