Flash News
Monday, September 22, 2025

ঘোষনা রাজামৌলির নতুন সিনেমার

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital desk:

বর্তমানে ভারতের সর্বশ্রেষ্ঠ নামকরা কিছু জন পরিচালকের মধ্যে অন্যতম হলেন দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলি । তিনি একসাথে একজন চিত্রনাট্যকার ও। বহুদিন ধরে তিনি দক্ষিণী সিনেমায় দর্শকদের একাধিক চমক দিয়েছেন। তিনি মূলত তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচালনার কাজ করেছেন।শোনা যায় ,তার সাথে কাজ করার জন্য নাকি মুখিয়ে থাকেন বিখ্যাত সব অভিনেতা , অভিনেত্রী রা। বর্তমানে ভারতের হাইয়েস্ট পেড পরিচালকদের মধ্যে তিনি অন্যতম ।তিনি মূলত অ্যাকশন, মহাকাব্য আর কাল্পনিক ঘটনায় মুড়েছেন নিজের সিনেমাগুলিকে। তার তৈরী বহু সিনেমা সিনেমা জগতে এক নতুন যুগের সৃষ্টি করেছে। তার তৈরি সিনেমাগুলি ভারতের সবচেয়ে বেশি লাভের মুখ দেখা সিনেমা গুলির মধ্যে অন্যতম। এগুলির  মধ্যে অন্যতম হলো 'বাহুবলী দ্যা বিগিনিং' ,'বাহুবলী দা কনক্লুশান,'  এবং 'আর আর আর' ।এগুলি তেলেগু সিনেমা জগতকে বহু পরিমাণে লাভের মুখ দেখায় এবং সারা ভারত তথা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে ।এগুলো ভারত ছাড়াও আমেরিকা ,জাপানসহ একাধিক বাইরের দেশে টাকা উপার্জন করেছে। রাজামৌলি মূলত পরিচিতি পান তার তৈরি 'মাগধীরা'  ও' ইগা' সিনেমা থেকে। তার পরিচালনায় সর্বশেষ তৈরি ছবিটি হল 'আর আর আর'।  যাতে অভিনয় করেছেন রাম এর ভূমিকায় অভিন়েতা রামচরণ, ভীম এর ভূমিকায় এন টি আর জুনিয়র, সীতা এর ভূমিকায় আলিয়া ভাট। এছাড়াও এতে অভিনয় করেছেন অজয় দেবগন,শিয়া সারান।৫০০ কোটি টাকার এই সিনেমা ১২০০ কোটি টাকা উপার্জন করে।যা কোভিড এর পর অনেকটা স্বস্তি দেয় সিনেমা নির্মাতা কে। এবার এই আর আর আর সিনেমা এর ই দ্বিতীয় পর্ব আসবে বলে জানালেন রজমৌলি। শিকাগো তে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন তিনি এই সিনেমার  সিক্যুয়াল এর কথা ভাবছেন। তিনি বলেন তার বাবায় তার সমস্ত গল্পের স্ক্রিপ্ট লেখেন তার বাবা নাকি এই গল্পের জন্য দ্বিতীয় পর্বের লেখা শুরু করে দিয়েছেন ।বিজয়েন্দ্র প্রসাদ তার 'বাহুবালি ','আর আর আর',  'মাগধীরা 'সহ একাধিক সিনেমার জন্য তিনি স্ক্রিপ্ট লিখেছেন। এবার 'আর আর আর' এর সেকেন্ড পার্ট এর  জন্য লেখা শুরু করে দিয়েছেন বলে জানালেন রাজামৌলী। তবে এই পর্বেও   আগের মতই থাকছেন রামচরণ ও এন টি আর ।আলিয়া ,অজয় দেবগানের চরিত্র  থাকছে কিনা সেগুলি জানা না গেলেও এর দ্বিতীয় পর্ব আসার খবর টি   অনুরাগীদের কাছে একটি অনেক বড় সুখবর।

#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র
Related News