Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

“চলার পথে হোঁচট খেতে হয়, কিন্তু থমকে যেতে নেই। রাস্তা সারিয়ে নিতে হয়”, রাষ্ট্রপতি ইস্যুতে নাম না করেই ভাবমূর্তি স্বচ্ছ করতে মরিয়া শাসক দল

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital desk:

“রাস্তায় চলতে গেলে হোঁচট খেতে হয়। কিন্তু তা বলে থেকে যেতে নেই, রাস্তা সারিয়ে নিতে হয়।“ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিশু দিবসের অনুষ্ঠানে গিয়ে এই কথা জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যে তোলপাড় গোটা দেশ, সেই সাথে রাজ্যে শিক্ষা দুর্নীতি মামলায় অস্বস্তি তো আছেই। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রী নাম না করেই নিজের ভুল শুধরে নিতে চাইছেন। শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “কাজে কোন ভুল হলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সকলের কিছু না কিছু ভুল হয়েই থাকে, কিন্তু সেই ভুলকে শুধরে নিতে হয়”। সম্প্রতি রাজ্যের মন্ত্রী অখিল গিরি নন্দীগ্রামের এক সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দেশের রাষ্ট্রপতিকে অসন্মান করেন। তিনি বলেন, “আমি কারোর রূপ নিয়ে কিছু বলি না। দেশের রাষ্ট্রপতিকে আমরা শ্রদ্ধা করি। তোমার রাষ্ট্রপতির এ কি রূপ”। ঘটনার পর থেকে আরও কিছুটা চাপ বেড়েছে রাজ্যের শাসক দলের ওপর। দায়ভার এড়িয়ে যেতে চাইলেও বিরোধীদের আক্রমনের শিকার হয়েছে রাজ্যের শাসক দল। যদিও অখিল গিরি ক্ষমা চেয়েছেন, কিন্তু তাতেও শান্ত হয়নি পরিস্থিতি। বরং মামলা গড়িয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই দুটি জনস্বার্থ মামলা দাখিল হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “অনেকেই বাংলাকে ভালোবাসে না। বাংলার খেয়ে দিল্লিতে বলে বাংলাকে টাকা দিও না। টাকা লাগবে না, বাংলা নিজের পায়ে দাঁড়াতে জানে”।

#Source: online/Digital/Social Media News   # Representative Image



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News