Flash News
Tuesday, September 23, 2025

দুদিনের মাথায় চাকরি গেল খড়্গপুর আইআইটির ছাত্রের

banner

journalist Name : Srimita Sasmal

# Pravati Sangbad Digital Desk:

চাকরি পেয়েছিলেন ফেসবুকের কর্ণধার সংস্থা মেটাতে । এত বড় এক চাকরির সুযোগ এসেছিল। আর তার জন্য পাড়ি দিয়েছিলেন সুদূর কানাডায়। তবে চাকরি পাওয়ার দু দিনের মাথায় চাকরি থেকে ছাঁটাই করা হলো তাকে। এমনই এক ঘটনা ঘটেছে খড়্গপুর আইআইটির এক ছাত্রের সঙ্গে । খড়্গপুরের আইআইটির ওই প্রাক্তন ছাত্রের নাম হিমাংশু ভি । তিনি কর্মখালীর পেজে একটি পোস্টে লিখেন, মেটার যে বিপুল পরিমাণ চাকরি সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে তার জেরেই তার চাকরি গিয়েছে। বিদেশে এসে এমন এক পরিস্থিতি সম্মুখীন হতে হবে ভাবতে পারেননি তিনি। এখন কি করবেন, কোথায় যাবেন ,ভবিষ্যতেই বা কি করবেন তা নিয়ে অন্ধকারে রয়েছেন তিনি। দুই দিনের মাথায় এমন স্বপ্নভঙ্গ হবে তার কখনো ভাবেননি। তার নিজের যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদন জানিয়েছে সে এবং কানাডা বা ভারতে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হলে তাকে কেন জানানো হয় এমন অনুরোধ করেছেন তিনি। বুধবার মেটার পক্ষ থেকে মার্ক জুকারবার্গ জানিয়েছেন, তাদের ৮৩ হাজার কর্মীর মধ্য থেকে ১১ হাজার কর্মীকে তারা ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। মোট কর্মীর তেরো শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এর জন্য তারা কর্মীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন এবং তাদের জন্য কিছু বেসিক বেতনের ব্যবস্থা করেছেন। মেটার একটি সংস্থা থেকে জানা যাচ্ছে মেটা ভার্স নামে একটি বড় প্রকল্পের জন্য অনেক পরিমাণে খরচ করা হয়েছে। তবে এতে এখনো লাভের মুখ দেখেনি মেটা । ২০০৪ সালের পরে এটি সবচেয়ে বড় লোকসান । এর জন্য চাকরি ছাঁটাই এর সিদ্ধান্ত নিয়েছে মেটা।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি
Related News