Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

সমুদ্রসৈকতে ভ্রমণে বিপত্তি পর্যটকদের

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk :

মধ্যবিত্ত বাঙালি থেকে শুরু করে প্রায় সকলেরই ছোটো খাটো ছুটি কাটানোর সেরা জায়গা দীঘা। অফিসের শনি - রবিবারের ছুটির দুটো দিন ফেলে না রেখে একটু মনোরঞ্জনের জন্য যাওয়া যায় দীঘা। তাও আবার কম খরচ ও কম সময়ের মধ্যেই। তবে এখন সপ্তাহের ছুটি কাটাতে দীঘা যেতে বিপাকে পড়তে পারেন পর্যটকরা। ১৩ই নভেম্বর অর্থাৎ আগামী শনিবার রাতে নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়ক ধরে গেলে ভোগান্তি হবে পর্যটকদের। আগামী শনিবার রাতে ১১৬বি জাতীয় সড়কে দিঘা তমলুক রেল লাইনের মগরাজপুর লেভেল ক্রসিং ৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সুতরাং পর্যটকদের আগাম সতর্কতা হিসেবে ওই লেভেল ক্রসিংয়ের পাশেই বিজ্ঞপ্তি জারি করে বোর্ড ঝুলিয়ে দিয়েছে কর্তিপক্ষ। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ওই বোর্ডে স্পষ্ট করে লেখা হয়েছে, ওই দিন অর্থাৎ আগামী শনিবার রাতে কোনও ভাবেই আপনি ১১৬বি ধরে যাতায়াত করতে পারবেন না। ঝোলানো বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, শনিবার রাতে মগরাজপুর রেল ক্রসিংয়ের ওপর এল.সি.গেট ১০ সংলগ্ন ওভারব্রিজের স্টিল গার্ডার স্থাপন করা হবে। ওভারব্রিজের এই কাজের জন্য ১১৬বি জাতীয় সড়কের দুই দিকেই গাড়ি যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কর্তিপক্ষদের জারি করা সিদ্ধান্ত অনুযায়ী যান চলাচল বন্ধ থাকবে শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত। অতএব পরপর ২দিন ভোগান্তি হবে পর্যটকদের। তবে এই সময় ৬নং জাতীয় সড়কের কোলাঘাট-খড়্গপুর ভায়া এগরা রুট ধরে দিঘা যাতায়াত করার বিকল্প রাস্তাটি খোলা থাকছে। সপ্তাহের এই ২ টো দিনে চাকুরীজীবী অনেকেরই প্রায় প্রিয় ডেস্টিনেশন থাকে দিঘা-মন্দারমণি। কলকাতা থেকে অন্যান্য পর্যটনকেন্দ্রগুলি প্রায় দূরেই। তবে তুলনামূলকভাবে দীঘা কাছে হওয়ায়  মানুষ বেছে নেন এই পর্যটনকেন্দ্রটি। আর সাথে সমুদ্রের টানতো আছেই। সেই টান উপেক্ষা করার ক্ষমতা নেই কারোরই। বিকালে সীবিচের পাশে বসে সমুদ্রের গর্জন শোনার আনন্দই আলাদা। তার সাথে রয়েছে আশেপাশের বহু ছোটো খাটো পর্যটনকেন্দ্র। অমরাবতি পার্ক থেকে শুরু করে সায়েন্স সিটি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি বিশ্ব বাংলা গেট ও আরো অনেক কিছু দেখার সুযোগ রয়েছে পর্যটকদের। তবে এই দুটো দিন বাদ দিয়ে পর্যটকরা পরের সপ্তাহে বেশ আনন্দের সাথে সমুদ্র সৈকতে বেড়াতে যেতে পারেন।

#Source: online/Digital/Social Media News   # Representative Image



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পর্যটন
Related News