Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

“আপাতত রাজ্য পাবে দুটি জেলা, বাকি পাঁচ জেলা হবে পরে”, নদীয়ার সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন নদীয়া জেলার সফরে। গতকাল প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি, আর সেখানেই জানালেন আপাতত জেলা ভাগ হচ্ছে না রাজ্যে। তবে ৭ জেলা ভাগ না হলেও ২টি জেলা ভাগ হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত ১লা আগস্ট নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ৭টি জেলা পেতে চলেছে বাংলা, কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না বলেই এদিন জানান মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর কাছে জেলা ভাগের বিষয়ে জানতে চান, তখন মুখ্যমন্ত্রী বলেন, “জেলা চালাতে গেলে অনেক আমলা আধিকারিক দরকার পরে। এতো আমলা, অফিসার এখন কোথায়”। তবে উত্তর ২৪ পরগনা ভেঙে বসিরহাট এবং দক্ষিণ ২৪ পরগনা ভেঙে সুন্দরবন জেলা গঠিত হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জেলার তালিকায় ছিল বহরমপুর, কান্দি, রানাঘাট, বিষ্ণুপুর, ইচ্ছামতি, সুন্দরবন এবং বসিরহাট। এর মধ্যে থেকে বর্তমানে শুধু মাত্র সুন্দরবন এবং বসিরহাট জেলা নতুন করে হবে বলেই জানিয়েছেন তিনিরাজ্যে পালাবদলের সময় থেকেই জেলা ভাগের প্রমাণ মিলেছে একাধিকবার। যেমন বর্ধমান জেলা ভেঙে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং অন্যদিকে জলপাইগুড়ি জেলা থেকে তৈরি হয়েছে আলিপুরদুয়ার জেলা। যদিও রাজ্যের বিশেষজ্ঞ মহল এর পেছনে রাজ্যের আর্থিক কারণকেই দায়ি করেছেন। তাঁদের মতে, “রাজ্যের হাতে এখন যথেষ্ট টাকা নেই, জেলা চালাতে গেলে আরও খরচ বাড়বে রাজ্যের। সেই কারণেই জেলা ভাগের বিষয় স্থগিত রাখতে চাইছে রাজ্য সরকার”। 

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জেলা
Related News