Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ভূমিকম্পে দুবার কেঁপে উঠল অরুণাচল প্রদেশ।

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

সকাল ১০.৩০ মিনিটে পরপর দুবার কম্পন অনুভূত হলো উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে যার মাত্রা দাঁড়িয়েছে ৫.৭। এবং জানা গেছে পশ্চিমের সিয়াং জেলায় এর উৎপত্তিস্থল। সকাল ১০:৩১ মিনিট নাগাদ এর উৎপত্তি হয়েছে মাটির নিচে প্রায় ১০ কিলোমিটার গভীর থেকে। চন্দ্রগ্রহণের পরের দিনই এত বড় কম্পন অনুভূত হলো এই রাজ্যে এই দুটির মধ্যে সম্পর্ক কি? অরুণাচল প্রদেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পরপর দুবার কেঁপে ওঠার ফলে স্থানীয় বাসিন্দারা ঘর ছাড়া হয়েছেন ওই কিছু সময়ের জন্য,তারা ঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে কোন বড় ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। প্রথম কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭।সময় সকাল ১০:৫৯:৪৩ I ST অক্ষাংশ ২৮.৩৯ N দীর্ঘ 94.৪২ ই গভীরতা।১০ কিমি অঞ্চল পশ্চিম সিয়াং অরুণাচল প্রদেশ ঠিক পরবর্তীতে এই দ্বিতীয় কম্পন এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫। ১০:৫৯:৪৩ I ST অক্ষাংশ ২৮.৭০ N দীর্ঘ 94.০৫ ই গভীরতা। ১০ কিমি অঞ্চল পশ্চিম সিয়াং অরুণাচল প্রদেশ।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রাকৃতিক-বিপর্যয়
Related News