Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

সংশোধিত ভোটার তালিকায় নাম বাদ পড়ল সাড়ে ১২ হাজার ভোটারের।

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Degital Desk:

বুধবার নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করার জন্য রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। কিন্তু সেখানে ভোটারের সংখ্যা কমে গেছে প্রায় সাড়ে ১২০০০। যেখানে পূর্বের ভোটার তালিকার সংখ্যা ছিল ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০। সেখানে গত বুধবার রাজ্যের খসড়া ভোটার তালিকায় ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩। কি করে কমে গেল এত ভোটার? প্রশ্ন উঠছে তৃণমূলের তরফ থেকে। শুধু প্রশ্নই নয় পাল্টা জবাব এসেছে বিজেপি বৈঠকেও। গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার কৃষ্ণনগরের বৈঠকে এসে বলেছিলেন অনেক ভোটারের নামই বাদ পড়ে যাচ্ছে ভোটার লিস্ট থেকে, রাজ্যের শাসক দল এগুলিকে বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেছে। তাই এবার সমস্ত ভোটারদেরই দেখে নিতে হবে তাদের নাম ভোটার লিস্টে আছে কিনা নতুবা তারা লক্ষ্মীর ভান্ডারসহ বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে। এর বিরুদ্ধে পাল্টা জবাব দিয়ে বিজেপির শিশির বাজোরিয়ারা বৈঠকে বলেছিলেন প্রত্যেকবার ভোটার তালিকা প্রকাশের সময় দেখা যায় কিছু মৃত ও ভুয়ো ভোটারের নাম লিস্টে তোলা হয়েছে। সেখান থেকেই এবার পরীক্ষা করে কিছু ভোটারকে বাদ দেওয়া হয়েছে , অনেকেই আছে যারা ঠিকানা বদল করে ভিন দেশে পাড়ি দিয়েছেন। এইভাবে প্রতি বছরই ভোটার তালিকা প্রকাশের সময় দেখা যাচ্ছে, কিছু মৃত ব্যক্তির নামও ভোটার তালিকায় রয়েছে। এগুলো এবার বন্ধ হোক এমনটাই দাবি জানিয়েছে সিপিএম সহ বা বামেরাও। ইতিমধ্যেই পরীক্ষা করে এই বছরের ভোটার তালিকা থেকে ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জন ভোটারের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News