Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

হুঁশিয়ারি বার্তা ইংল্যান্ডের

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Degital Desk:

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ধাক্কা! অ্যাডিলেড ওভালে আজ বাংলাদেশের সময়ে দুপুর ২টয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। ইংল্যান্ডের এক সিনিয়র ক্রিকেটার বলছেন, “মাঠে আমরা কোনও ক্ষেত্রেই পিছপা হবো না। হয় কিছু একটা করবো অথবা মরবো। এছাড়া কোনও অপশনের দিকে আমরা তাকাবো না। আমাদের যা পরিকল্পনা আছে সেটির কাছাকাছিও যদি আমরা তা বাস্তবায়ন করতে পারি, তবে আমাদের হারানো হবে সবচেয়ে কঠিন কাজ।” ২০১০ সালে টি-টোয়েন্টিতে ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল। যদিও ইংল্যান্ড দলে চোটের সমস্যা আছে। পেসার মার্ক উড ও ব্যাটসম্যান ডেভিড ম্যালান সাময়িক ভাবে পুরো ফিট নন।ভারতীয় দলে চোটের সমস্যা নেই। এদিকে ঋষভ পন্ত বাঁহাতি ব্যাটসম্যান হওয়ায় লেগ স্পিনার আদিল রশিদের বিপক্ষে আলাদা সুবিধা পাবেন, এমন ভাবা হচ্ছে। ইংল্যান্ড বনাম ভারত বিশ্বকাপে তিনবার মুখোমুখিতে দুবার জিতেছে ভারত, একবার জিতেছে ইংল্যান্ড। আজকের কঠিন লড়াই দেখার অপেক্ষায় সময় গুনছে ভারত।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News