Flash News
Monday, September 22, 2025

এবার ভাঙনের পথে সানিয়া মির্জা আর সোহেব মালিক

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Degital Desk:

ভারতীয় বিখ্যাত টেনিস প্লেয়ার সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার সোহেব মালিক দীর্ঘ ১২ বছরের বিবাহ জীবনের ইতি টানতে চলেছেন ,এমনই কথা উঠে আসছে অন্দরমহল থেকে। সানিয়া ও সোহেব ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি  ৪ বছরের ছেলেও রয়েছে ইজহান মির্জা মালিক । শোনা যাচ্ছে, তারা এবার দুজনেই আলাদা পথ বেছে নিচ্ছেন। সানিয়া এখন ছেলের সাথে রয়েছেন দুবাই এ এবং সোহেব রয়েছেন পাকিস্তানে। সে ২০২২ এর টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য কর্মরত। তাদের এক ঘনিষ্ঠ বন্ধুই এই গুজব কে সত্যি করে জানিয়েছেন, তাদের দুজনের মধ্যে এখন আর কোন সম্পর্ক নেই। দুজনেই সম্পূর্ণভাবে আলাদা থাকছেন । শুধু আইনতভাবে ডিভোর্সের কাজ শেষ হয়নি এখনো । কিছুদিন আগেও ছেলে ইজহানের জন্মদিনে শোয়েব সানিয়াকে একত্রে দেখা গিয়েছিল ছেলের সাথে কেক কাটতে। তখনও অনুরাগীরা গুজব ছড়ায়নি কিন্তু এরপর থেকে ধীরে ধীরে নানা খবর বাইরে আসছে। তাছাড়াও সানিয়ার ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, নিজের ও ছেলের একটা ছবি পোস্ট করে লিখেন," এই মুহূর্তগুলোই আমাকে কঠিন সময় পার হতে সক্ষম করে"। আবার তিনি ইনস্টা স্টোরিতেও দেন ,"ভগ্নহৃদয় গুলো কোথায় যায় ? "তার এমন পোস্টগুলি ছড়াতে ছড়াতে নেট মাধ্যমে একটুও সময় লাগেনি চর্চা শুরু হতে । এমন খবরও উঠে আসছে স্বামী সোহেব মালিক নাকি সানিয়া মির্জাকে প্রতারণা করেছেন। তবে এই ঘটনার সত্যতা জানা হয়নি । এছাড়া সোহেবের ম্যানেজমেন্ট টিমের একজন জানিয়েছেন ,যে তারা এখন আইনতভাবেও স্বামী-স্ত্রী নন তাদের ডিভোর্স এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা
Related News