Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

টেনেটুনে কোনো মতে পাশ ' টেট ' পরীক্ষা !

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী টেট পরীক্ষায় পাশের সংরক্ষিত পদের জন্য নূন্যতম ৮৩ ও জেনারেল ক্যাটাগরিতে ৯০ পেতে হবে। তবে এবার ফল প্রকাশে সংরক্ষিত পদে ৮৩ পেয়েছে ১৪৪২ জন ও জেনারেল ক্যাটাগরিতে ৯০ পেয়েছে ১৩৬১ জন। একদম বাধা ধরা নম্বরে পাশ করেছে পরীক্ষার্থীরা। নেশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন - এর নিয়মানুযায়ী সংরক্ষিত প্রার্থীরা ১৫০ এর মধ্যে ৮২ পেয়েছে। কিন্তু এতদিন সেই নম্বর ৮৩ থাকলেও হাইকোর্ট তা ৮২ করেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটে প্রাপ্ত নম্বরের গুরুত্ব ৫। মাধ্যমিক , উচ্চমাধ্যমিক , শিক্ষকতার প্রশিক্ষণ , এক্সট্রা কারিকুলাম ও আরো নানান বিষয় নিয়ে ধার্য নম্বর ৪৫। সব মিলিয়ে মোট নম্বর ৫০। ২০১৬ এর বিধি অনুযায়ী নন এক্সেম্পটেড ক্যাটাগরিতে কোনো সংরক্ষিত প্রার্থী জেনারেল ক্যাটাগরির প্রার্থীর থেকে অতিরিক্ত নম্বর পেয়ে গেলে তিনি অসংরক্ষিত কোঠায় চাকরি পাবেন। এই ঘটনায় প্রার্থীদের অভিযোগ টেটে সফল হলে কোনো নাম্বারের মূল্য নেই। এই বিষয়ে পর্ষদের এক শীর্ষকর্তার মন্তব্য , " ২০১৭ এর টেটের আয়োজন থেকে ফলপ্রকাশের সময় আমরা দ্বায়িত্তে ছিলাম না। সার্ভারে যে সেটা ছিল , আদালতের নির্দেশে শুধু সেটাই আপলোড করা হয়েছে। তাই বিস্তারিত বলা মুশকিল '।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

শিক্ষা
Related News