Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

কলকাতায় গঙ্গার বুকে সন্ধ্যা আরতি করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

এবার গঙ্গা আরতির স্বাদ মিলবে কলকাতাতেই। বারাণসীর আদলে এবার কলকাতার গঙ্গার আরতি দেখবে সাধারণ মানুষ। প্রায় প্রতিবছরই এ রাজ্য থেকে বহু সাধারণ মানুষ গঙ্গা আরতি দেখার টানে ছুটে যান বারাণসীতে, সেখানে ঐতিহ্যবাহী গঙ্গা আরতি দেখতে গঙ্গার ঘটে সন্ধ্যে হতেই নামে মানুষের ঢল, ভিড়ে থিক থিক করে গঙ্গার পার, সাথে শঙ্খ ধধনী তো আছেই। এবার সেই স্বাদ মিলতে চলেছে খাস কলকাতার বুকে। এদিন নবান্নে এই নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছেন এই রকম কিছু স্থান খুঁজে বের করার জন্য, সেখানে নির্বিঘ্নে সাধারণ মানুষ গঙ্গা আরতি দেখতে পারবে। তিনি আরো বলেন, “তাড়াহুড়ো করার দরকার নেই, কাজটা যাতে নিরাপদ হয় সেই দিকে লক্ষ্য দিতে হবে। তাতে দুবছর সময় লাগুক, কিন্তু মানুষের কোনো ক্ষতি যেনো না হয়”।
উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরে গোটা কলকাতাকে নতুন ভাবে সাজিয়ে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঢেলে সাজানো হয়েছিল গঙ্গার পার। যদিও অনেক জায়গাতেই সেই সৌন্দর্য নষ্ট হয়েছে, এ নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কলকাতা হুগলি গঙ্গার ধারে প্রচুর প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির রয়েছে। সেই সমস্ত স্থানকে বেছে নিতে বলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রীর ধমকের মুখেও পড়তে হয় কলকাতা পুরসভাকে। হাওড়া থেকে নবান্ন আসার যে রাস্তা তার করুন অবস্থা নিয়েই এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাস্তা পরিষ্কার, সবই কি আমাকে দেখতে হবে। অনেকেই তো যায় ওই রাস্তা দিয়ে”।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News