#Pravati Sangbad Digital Desk :
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একের পর এক বায়না শুনতে শুনতে অতিষ্ট প্রেসিডেন্সি জেলের রক্ষী থেকে শুরু করে জেল কর্তৃপক্ষ সকলেই। প্রেসিডেন্সি জেলে নিয়ম অনুযায়ী সপ্তাহে তিনদিন বন্দিদের জন্য আমিষ খাবার দেওয়া হয়। জেলের নিয়ম অনুযায়ী প্রত্যেক দু টুকরো মাছ এবং চার টুকরো মাংস পান সকলেই, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আবদার তাঁকে মাছ দিতে হবে চার পিস এবং মাংস দিতে হবে ছয় টুকরো। যদিও জেল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর সেই আবদার মানা হচ্ছে না। অন্যদিকে সম্প্রতি তিনি আরও এক আবদার করেছেন জেল কতৃপক্ষের কাছে। তাঁর স্নানের সময় আলাদা লোক প্রয়োজন যে স্নানের সময় তাঁর গায়ে জল ঢেলে দিতে হবে। এতদিন পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের সেলের বাইরে রাখা ড্রামের জল তিনি নিজে নিয়েই স্নান করতেন, কিন্তু তাঁর এখন নতুন লোক প্রয়োজন স্নানের জন্য। যদিও জেলের পক্ষ থেকে তা সম্ভব নয় বলে জানানো হয়েছে। সবমিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বায়না সহ্য করতে করতে নাজেহাল হয়ে পড়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। সেই সাথে তাঁর আরও দাবি, সেলের সামনে যেনো কোনো প্রহরী তাঁর অনুমতি ছাড়া যেনো না আসেন, কিন্তু জেলের নিয়ম অনুযায়ী সেটা কোনোভাবেই সম্ভব নয়। জেল সূত্রে খবর,”পার্থ চট্টোপাধ্যায় এখনও নিজেকে হেভিওয়েট বলে মনে করছেন। কিন্তু আদালতের কঠোর নির্দেশ রয়েছে তাঁর সেলের সামনে প্রতি মুহূর্তে পাহারা দেওয়ার জন্য”।